Nokia C20 Plus স্মার্টফোনটি শুক্রবার চিনে আত্মপ্রকাশ করেছে। সংস্থার এই স্মার্টফোনটি চলতি বছরের এপ্রিল মাসে উন্মোচিত হয়েছিল। সংস্থার ফোনটিকে Nokia C20 এর আপগ্রেড হিসাবে বাজারে প্রকাশ করা হয়েছে । Nokia C20 Plus ফোনে থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা, ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নোচ এবং টানা ২ দিনের ব্যাটারি পরিষেবা।
আসন্ন Nokia C20 Plus স্মার্টফোনের দাম রাখা হয়েছে CNY 699, ভারতীয় মূল্যে যা প্রায় ৮০০০ টাকা। আপাতত একটি মাত্র স্টোরেজের পরিষেবাই রাখা হয়েছে সংস্থার এই ফোনে। Nokia C20 Plus এ গ্রাহকরা পাবে 3GB + 32GB স্টোরেজের ব্যবস্থা। পাশাপাশি থাকছে Graphite Black এবং Ocean Blue রঙের বিকল্প। Nokia সদ্য প্রকাশ করা স্মার্টফোনটির বিক্রি প্রক্রিয়া শুরু করা হবে আগামী ১৬ জুন। তবে বিশ্ববাজারে কবে থেকে পাওয়া যাবে Nokia C20 Plus, তা এখনও অস্পষ্ট রাখা হয়েছে।
৬.৫ ইঞ্চি HD+ (720×1,600 pixels) ডিসপ্লের সঙ্গে ২০:৯ অ্যাস্পেক্ট রেশিওর ব্যবস্থা রয়েছে Nokia C20 Plus স্মার্টফোনে। পাশাপাশি চালনা করার জন্য থাকছে Android 11 (Go edition)। একটি octa-core Unisoc SC9863a SoC সঙ্গে যুক্ত থাকবে 3GB of RAM এর পরিষেবাও।
ক্যামেরার জন্য Nokia C20 Plus স্মার্টফোনে রাখা হয়েছে একটি dual rear ক্যামেরা সেটআপের ব্যবস্থা। এই সেটআপে যুক্ত করা হয়েছে একটি 8-megapixel primary সেন্সার এবং একটি 2-megapixel depth সেন্সার এবং একটি LED ফ্ল্যাশের পরিষেবা। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে একটি 5-megapixel সেলফি ক্যামেরা। আসন্ন নতুন ফোনের সেলফি ক্যামেরাটি আগের মডেলের মতো একই রাখা হয়েছে।
স্টোরেজের জন্য গ্রাহকরা Nokia C20 Plus স্মার্টফোনে পাবে একটি 32GB অনবোর্ড স্টোরেজের সুবিধা। পাশাপাশি এই স্টোরেজের পরিষেবা আরও বৃদ্ধি করার জন্য একটি microSD card এর ব্যবস্থাও থাকছে। এছাড়া সংযোগের জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB, এবং একটি 3.5mm headphone jack এর মতো সুবিধাগুলি। অন্যদিকে আবার একটি 4,950mAh ব্যাটারি পরিষেবা থাকছে, যা ১০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.