বুয়েনস আইরেস: আর্জেন্তিনা শেষবার কোপ আমেরিকা (Copa America) জিতেছিল ১৯৯৩ সালে৷ সুতরাং ২৮ বছর পর মেসির সামনে দারুণ সুযোগ দেশকে কোপা জেতানোর৷ তারপর থেকে আর্জেন্তিনা (Argentina) ফুটবলে সাফল্য বলতে ২০০৮ বেজিং অলিম্পিকে (2008 Olympic) সোনা জয় (Gold Medal)৷

টুর্নামেন্ট আসে আর আশায় বুক বাঁধে আর্জেন্তাইন সমর্থকরা৷ কিন্তু ট্রফি জয়ের আক্ষেপ ঘোচে না। আবার এক কোপা আমেরিকা আসর। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আরও একটি সুযোগ। এবার কি কাটবে আর্জেন্তিনার ২৮ বছরের ট্রফি জয়ের খরা৷ লিওনেল মেসি (Lionel Messi) তাঁর ঝকঝেকে কেরিয়ারে দু’বার কোপা আমেরিকায় ট্রফি জয়ের দোরগোরায় পৌঁছেছিল আর্জেন্তিনা(Argentina)। ২০১৫ ও ২০১৬ সালে আর্জেন্তিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি৷ কিন্তু আর্জেন্তাইন ফুটবলের রাজপুত্র দেশকে খেতাব দিতে ব্যর্থ হন৷ চিলির কাছে দু’বার হার আর্জেন্তিনা৷ ২০১৬ সালের ফাইনালে পেনাল্টিতে হারে মেসিরা৷

এবারের কোপা আমেরিকা জেতার শেষ সুযোগ মেসির(Lionel Messi) সামনে। ২০২১ সালের পর পরবর্তী কোপা আমেরিকা হবে ২০২৪ সালে৷ ততদিন মেসির দেশের হয়ে খেলার সম্ভবানা কম৷ মেসি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ২০২২ বিশ্বকাপে খেলবেন৷ কিন্তু কাতার বিশ্বকাপের পরে তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ অস্পষ্ট বলে মনে হচ্ছে৷ ছ’বারের ব্যালন ডি’অর বিজয়ীর সামনে সম্ভবত এবারই কোপা আমেরিকা ট্রফি তুলে দেওয়ার চূড়ান্ত সুযোগ৷ সোমবার রিও ডি জেনেইরো-তে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্তিনা(Argentina)। ‘এ’ গ্রুপে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে উরুগুয়ে, বলিভিয়া এবং প্যারাগুয়ে৷

আর্জেন্তিনা শেষবার কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে৷ সেবার রাজত্ব করেছিলেন দিয়েগো মারাদোনা ও গাব্রিয়েল বাতিস্তুতা। ফাইনালে বাতিস্তুতার জোড়া গোলেই মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়ে খেতাব জিতেছিল আর্জেন্তিনা(Argentina)৷ এরপর আর্জেন্তিনা চারবার দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে।

গত সপ্তাহে মেসি ট্রফি জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন৷ আর্জেন্তিনা অধিনায়ক জানান, ‘টুর্নামেন্টই যাই হোক না কেন, আমরা সবসময় জাতীয় দলের হয়ে জিততে চাই। সত্যি বলতে, তরুণরা খুব উৎসাহী এবং বয়স্করা সম্ভবত আরও বেশি।’ এবারের কোপা ঘরের মাঠে হওয়ার কথা ছিল মেসিদের৷ কিন্তু করোনার কারণে তা ব্রাজিলে সরে যায়৷ এর ফলে আর্জেন্তিনার কাছে কাজটা যেমন কঠিন, আবার বাড়তি অনুপ্রেরণাও পেতে পারে তারা। গতবার এখানে সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ হয়েছিল আর্জেন্তিনা(Argentina)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.