প্রধানমন্ত্রী বাসভবনে শুরু বৈঠক!
একদিকে বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অন্যদিকে ২০২৪ এ লোকসভা নির্বাচন। আর সে লক্ষ্যে ফের একবার সবাই একজোট হতে শুরু করেছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় ৭ লোককল্যাণ মার্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন বিজেপি সভাপতি জে পি নড্ডাও। সেখানে একাধিক বিষয় উঠে আসে। জানা গিয়েছে, এই বৈঠকে মুকুল রায় বিষয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। কেন বঙ্গ বিজেপিতে এই অবস্থা তা নিয়েও নাড্ডার কাছে বিস্তারিত জানাতে চান মোদী। সূত্রের খবর।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের কাজের পর্যালোচনা হয়েছে
বিজেপি-র একটি সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের কাজের পর্যালোচনা হয়েছে। পাশাপাশি, কোভিড পরিস্থিতির মোকাবিলা এবং উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ এসেছে বৈঠকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ধর্মেন্দ্র প্রধান, প্রকাশ জাভড়েকর, হরদীপ সিংহ পুরীর মতো কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেছিলেন মোদী। বিজেপি সূত্রের খবর, মূলত কেন্দ্রীয় মন্ত্রকগুলির কাজের মূল্যায়ন হয়েছিল ওই বৈঠকে। পাশাপাশি, আগামী ২১ জুন থেকে সব বয়সের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টিও ছিল আলোচ্যসূচিতে।
মোদীর মন্ত্রিসভায় আসতে পারেন একাধিক বাঙালি মুখ!
সাধারণত প্রতি মাসে মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিন্তু এ বার তার ব্যতিক্রম হল। পাশাপাশি শুক্রবারের বৈঠকে নড্ডার উপস্থিতির কারণে মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছে নতুন করে। জানা যাচ্ছে, বঙ্গ বিজেপিতে বিদ্রোহ ঠেকাতে বেশ কয়েকজন তৃণমূল থেকে যাওয়া সাংসদকে মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন মমতা। যার মধ্যে সৌমিত্র খাঁ, অর্জুন সিং সহ একাধিক নাম রয়েছে। গত কয়েকদিন আগে এই সমস্ত সাংসদের সঙ্গে বৈঠক করেণ নাড্ডা।
নজরে উত্তরপ্রদেশ ভোট
অসম ছাড়া সমস্ত রাজ্যেই বিজেপির খারাপ অবস্থা। এই অবস্থায় উত্তরপ্রদেশ বাঁচানোটাই বড় লক্ষ্য। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন মোদী-শাহ। জানা যাচ্ছে, সে রাজ্য থেকে একাধিক মুখকে মোদী তাঁর মন্ত্রিসভায় আনতে পারেন।