নয়াদিল্লি: করোনাকালে (Corona) ফের নয়া কর্মসূচি ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার (Sanjukta Kishan Morcha) । আগামী ২৬ জুন রাজ্যে-রাজ্যে ‘রাজভবন ঘেরাও’ (Raj Bhavan gherao) -এর ডাক কৃষকদের এই সংগঠনটির। কৃষি আইন (Farm Laws) বাতিলের দাবিতে রাজ্যে-রাজ্যে রাজ্যপালদের (Governor) প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা।
করোনাকালে দিল্লিতে একটানা বিক্ষোভে রাশ টেনেছেন কৃষকরা। কৃষকদের একাধিক সংগঠনের তরফে আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল। দেশজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিল্লির (Delhi) সীমানা ঘেরাও করে রাখা কৃষকদের (Farmers) অনেকেই করোনায় সংক্রমিত হয়ে পড়েছিলেন। এমনকী করোনা আক্রান্ত হয়ে কয়েকজন কৃষকের মৃত্যুও হয়েছিল। পরিস্থিতির বিচার করেই সংযুক্ত কিষণ মোর্চা-সহ কৃষকদের সংগঠনগুলি আপাতত আন্দোলন স্থগিত রেখে কৃষকদের নিজ-নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
তবে দাবি থেকে একচুলও সরে আসতে রাজি নন কৃষকরা। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক-সমাজের একটি বড় অংশ। সেই লক্ষ্যেই এবার নয়া কর্মসূচি নেওয়া হয়েচে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যে-রাজ্যে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা। এছাড়াও কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দেবেন কৃষক নেতারা।
কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে মোদী সরকার (Modi Govt) । কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ইতিমধ্যেই এনডিএ (Nda) ছেড়েছে বহুদিনের সঙ্গী শিরোমণি অকালি দল। আরএসএস-এর একাধিক শীর্ষ নেতা কৃষি আইন নিয়ে কৃষকদের ভাবাবেগকে সম্মান জানাতে পরামর্শ দিয়েছেন মোদী-শাহদের। এছাড়াও রাজ্যে-রাজ্যে কৃষি আইনের বিরোধিতায় পথে নেমে আন্দোলনে সামিল হয়েছে বহু দল। করোনা আবহে আপাতত কৃষকদের আন্দোলেন কিছুটা ভাঁটা পড়েছে। তবে দাবি আদায়ে শীঘ্রই ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.