কলকাতা২৪x৭ঃ ১০৫ বছর পুরনো ঐতিহ্যশালী ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা(Copa America) শুরু হতে আর বাকি মাত্র ৩ দিন। ১৩ তারিখ থেকে সাম্বার দেশে শুরু হয়ে যাবে ফুটবলের মহারণ। দেশের জার্সি গায়ে লিওনেল মেসি(Lionel Messi), লুইস সুয়ারেজ(Luis Suarez), নেইমারের(Neymar) মতো একাধিক তারকাকে খেলতে দেখা যাবে লাতিন আমেরিকার এই ঐতিহ্যশালী টুর্নামেন্টটিতে। ইতিমধ্যেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন বিশ্বের সকল ফুটবল অনুরাগীরা। ২০২১ কোপায় দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাবে বিভিন্ন দেশের সেরা পাঁচ ধনী ফুটবলারের নাম তাই আজ একটু জেনে নেওয়া যাক।
• নেইমার, ব্রাজিল Neymar
তালিকার প্রথম নামটিই হল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের। তাঁর মার্কেট ভ্যালু ১২১ মিলিয়ন ডলার। প্যারিস সেন্ট জার্মান(Paris Saint-Germain) তারকা নেইমার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে একজন, সেই কথা নিয়ে কোনও সন্দেহ নেই। স্যান্তোস(Santos) ক্লাবে নজরকাড়া পরফরম্যান্স করার পর তাঁকে ২০১৪ সালে বার্সেলোনা(Barcelona) দলে নেয়। এরপর ২০১৭ সালে নেইমারকে ২৭০ মিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়ে দলে নেয় প্যারিস সেন্ট জার্মান(PSG)। তাই তাঁর নাম যে ২০২১ কোপার সেরা পাঁচ ধনী ফুটবলারের নামের তালিকার শীর্ষে থাকবে তা খানিকটা জানা কথাই।
২০১৯ সালে নিজেরদের ঘরের মাঠে অনুষ্ঠিত কোপার বিজয়ী দল ছিল ব্রাজিল। এই বার তাঁদের লক্ষ্য থাকবে টুর্নামেন্টটি জিতে খেতাবটি ধরে রাখার। আর বলাই বাহুল্য, এই লক্ষ্যসাধন করতে গেলে অসাধারণ পারফর্ম করতে হবে নেইমারকে।
• লিওনেল মেসি, আর্জেন্তিনা Lionel Messi
তালিকার দ্বিতীয় নামটি হল আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাঁর মার্কেট ভ্যালু হল ৮৮ মিলিয়ন ডলার। একথা নিঃসন্দেহে বলা যায় ৩৩ বছর বয়সি মেসি আর্জেন্তিনার সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। ৩৩ বছর বয়সে বিশ্বের বহু ফুটবলারের সম্বন্ধে বলা হয় তাঁরা হয়তো নিজেদের কেরিয়ারের অন্তিম পর্যায়ে এসে গিয়েছেন। কিন্তু বার্সা(Barcelona) তারকা মেসির ক্ষেত্রে এই কথাটি কিন্তু একেবারের প্রযোজ্য নয়। এখনও তিনি একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। আসন্ন কোপা আমেরিকাতেও তাঁর পারফরম্যান্সের ওপরই আর্জেন্তিনার খেতাব জয়ের সম্ভাবনা অনেকটা নির্ভর করবে।
• ফেডেরিকো ভালভার্দে, উরুগুয়ে Federico Valverde
আর্জেন্তিনার তারকা ফুটবলার মেসির পর এই তালিকায় নাম রয়েছে উরুগুয়ের তরুণ প্রতিভাবান ফুটবলার ফেডেরিকো ভালভার্দের। ২২ বছর বয়সি ভালভার্দের মার্কেট ভ্যালু হল ৭৭ মিলিয়ন ডলার। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের(Real Madrid) হয়ে খেলেন ভালভার্দে। উরুগুয়ের ২০২১ সংস্করণের কোপা জয়ের স্বপ্ন সত্যি করতে গেলে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিভাবান এই মিড ফিল্ডারকে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করতে হবে।
• ডুভান জাপাটা, কলম্বিয়া Duván Zapata
২০২১ কোপার সবচেয়ে ধনী ফুটবলারের তালিকায় চতুর্থ নামটি রয়েছে কলম্বিয়ার তারকা ফুটবলার ডুভান জাপাটার। তাঁর মার্কেট ভ্যালু হল ৪১.৮০ মিলিয়ন ডলার। ৩০ বছর বয়সি আটলান্টার(Atalanta) স্ট্রাইকার জাপাটা সিরি এ টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তাই কলম্বিয়া আশা করবে দলের তারকা স্ট্রাইকার জাপাটা এবার অসাধারন পারফর্ম করে দলকে দ্বিতীয়বারের জন্য কোপা খেতাব এনে দেবে।
• রেনাতো টাপিয়া, পেরু Renato Tapia
২০২১ কোপার সবচেয়ে ধনী ফুটবলারের তালিকায় চতুর্থ নামটি হল পেরুর ডিফেন্সিভ মিডফিল্ডার রেনাতো টাপিয়ার। তাঁর মার্কেট ভ্যালু হল ২২ মিলিয়ন ডলার। বয়স মাত্র ২৫ হলেও সেল্টা দে ভিগো(Celta de Vigo) ক্লাবের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের সৌজন্যে টাপিয়া জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। ইতিমধ্যেই দেশের জার্সি গায়ে ৫৩টি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। পেরু আশা করবে এবার কোপায় টাপিয়া প্রতিপক্ষের সামনে রক্ষণের প্রাচীর তুলে দলের কোপা জয়ের স্বপ্ন সত্যি করে তুলবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.