High Tide Alert: ভরা কোটালে প্লাবিত হতে পারে কলকাতার নিচু এলাকা! পাম্প নিয়ে তৈরি পুরসভা

অমবস্যার ভরা কোটালে ফুলে ফেঁপে উঠবে সমুদ্র। আগে থেকেই তাই সতর্কতা জারি করা হয়েছে। দিঘা উপকূল বর্তী এলাকায় আগামী ৩ দিন হাই অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্রের রূপ বদলাতে শুরু করবে। ইয়াসের ঘা এখনও শুকায়নি।

তার মধ্যে ফের ভরা কোটালে দিঘা উপকূলে আরও বড় ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। অন্যদিকে গঙ্গায় বান আসতে পারে বলেও ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনকেও সতর্ক করা হয়েছে।

More RAIN News  

Read more about:

rain

English summary
high tide alert residents of kolkata near ganga are in danger of flooding
Story first published: Thursday, June 10, 2021, 23:06 [IST]