বিহারের পরিস্থিতি
বিহারে মোট মৃতের সংখ্যা ৫৪৫৮ জন বলে রিপোর্টে উঠে আসে। বুধবারের রিপোর্টে বলা হয়েছে শেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। একদিনে দৈনিক মৃত্যু ৬ হাজার পার করেছে। মৃত্যুর সংখ্যা পর্যালোচনা করে দেখা গিয়েছে সাড়ে পাঁচ হাদার থেকে সেখানে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ফলে হু হু করে দেশের মৃতের সংখ্যার পরিসংখ্যান বেড়ে যায়।
পজিটিভিটি রেট
প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট সপ্তাহের নিরিখে রয়েছে ৫.৪৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৪.৬৯ শতাংশ। প্রসঙ্গত টানা ১৭ দিন দৈনিক পজিটিভিটি রেট ১০ শতাংশের নিচে রয়েছে দেশের পজিটিভিটি রেট।
করোনা টেস্টের গতি
একদিকে যখন দেশে করোনা আক্রান্তের সংখ্য়ায় কমতির আভাস পাওয়া যাচ্ছিল, তখনই দেখা যাচ্ছে যে দেশে মৃতের সংখ্য়া রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে। জুনের ৯ তারিখ পর্যন্ত ২০,০৪,৬৯০ জনের করোনা টেস্ট সংগঠিত হয়েছে বলে জানা গিয়েছে। মোট টেস্ট হয়েছে ৩৭,২১,৯৮,২৫৩ জনের ।
ভ্যাকসিনেশনের গতি
তবে এই দুঃসংবাদের মাঝেই দেশে স্বস্তির আশ্বাস দিচ্ছে ভ্যাকসিনেশনের গতি। দেশে ভ্যাকসিনেশন বাড়তে থাকলে তা হার্ড ইমিউনিটি তৈরি করবে। দেশবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উদ্দেশে দেশে এখনও পর্যন্ত ২৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই ৭৭ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।