কোন এলাকায় দেখা যাবে ১০ জুনের সূর্যগ্রহণ?
প্রসঙ্গত, গোটা ভারতে আজ কেবলমাত্র অরুণাচল প্রদেশ ও লাদাখে দেখা যাবে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণের বিরল দৃশ্য খুবই অল্প সময়ের জন্য স্থায়ী হবে এই দুই এলাকার জন্য । তবে অরুণাচলপ্রদেশ ও লাদাখের বিশেষ কিছু জায়গা রয়েছে, যেখান থেকে এই বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে।
স্বপ্নসুন্দর লাদাখে সূর্যগ্রহণ
উত্তর সীমান্তে লাদাখের বিভিন্ন অংশে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। সংবাদসংস্থা পিটিআইকে একথা জানান জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। সেখান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। রুপোলী জমির লাদাখ থেকে এই দৃশ্য যে কতটা মনোরম হতে পারে, তার দিকে তাকিয়ে গোটা দেশ।
অরুণাচল প্রদেশে ক'টা নাগাদ দেখা যাবে গ্রহণ?
এদিকে, জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে সূর্যগ্রহণ দেখা যাবে ৫:৫২ মিনিটে। সেখানের দিবাং অভয়ারণ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সূর্যগ্রহণের খুবই অল্প অংশ সেখানে দেখা যাবে।
রিং অফ ফায়ার কোথা থেকে দেখা যাবে?
প্রসঙ্গত, সূর্যগ্রহণের দিন আজ ১০ জুন বিরল রিং অফ ফায়ার দেখা যাবে বিশ্বের একাধিক দেশ থেকে। গ্রিনল্যান্ড, উত্তর পূর্ব কানাডা, নর্থ পোল, এবং রাশিয়ার কিছু অংশ থেকে বিরল রিং অফ ফায়ার, বা সূর্যের বলয় দেখা যাবে। যদিও সেখানে এই মন মাতানো দৃশ্য ৩ থেকে ৪ মিনিট স্থায়ী হবে।
গ্রহণ তুঙ্গে থাকা অবস্থায় বলয় দেখা যাবে কোথা থেকে?
বলা হচ্ছে, গ্রহণ যখন তুঙ্গে থাকবে, তখনের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে গ্রিনল্যান্ড থেকে। এছাড়া কানাডায় দেখা যাবে এই দৃশ্য। গ্রহণের মাহেন্দ্রক্ষণের পর পরবর্তী অংশ সাইবেরিয়া ও নর্থ পোল থেকে দেখা যাবে।