মুম্বই: দ্বীপরাষ্ট্রে তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। আগামী মাসে অর্থাৎ, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে(Sri Lanka Tour) ভারতীয় দলকে(Indian Cricket Team) নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। পাশাপাশি সংক্ষিপ্ত সফরে ধাওয়ানের ডেপুটি হবেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar)।

প্রথম দল যখন ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে মগ্ন থাকবে তখন দ্বিতীয় দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার বিষয়টি গত মাসেই ঘোষণা করেছিলেন বিসিসিআই(BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। স্বাভাবিকভাবেই জাতীয় দলে বেশ কিছু ক্রিকেটারের প্রত্যাবর্তনের সম্ভাওবনা উঁকি দিচ্ছিল, যাঁরা পারফরম্যান্সের কারণে সাম্প্রতিক অতীতে ব্রাত্য হয়েছিলেন দলে। তেমনই এদিন স্কোয়াডে ঘোষিত হল পৃথ্বী শ(Prithvi Shaw), মনীশ পান্ডে(Manish Pandey), কুলদীপ যাদবদের(Kuldeep Yadav) নাম। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের মতো মঞ্চে নিজেদের প্রমাণ করে দলে প্রথমবারের জন্য সুযোগ করে নিলেন কর্ণাটক ব্যাটসম্যান দেবদূত পারিক্কল(Devdutt Padikkal), সৌরাষ্ট্রের তরুণ ফাস্ট বোলার চেতন সাকারিয়া(Chetan Sakariya)।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে প্রথমবারের জন্য সুযোগ করে নিলেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও(Ruturaj Gaikwad)। ঘরোয়া ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্সের পর আইপিএলের প্রথম ধাপে স্বপ্নের ফর্মে ছিলেন ওপেনার পৃথ্বী শ। তাঁর দলে সুযোগ করে নেওয়াটা ফের সময়ের অপেক্ষা ছিল। পাশাপাশি চেতন সাকারিয়ার ডাক পাওয়াটাও একপ্রকার নিশ্চিত ছিল। তেমন কুলদীপের প্রত্যাবর্তনে ভারতীয় দলে বহুদিন বাদে দেখা যেতে পারে ‘কুল-চা’ জুটির ম্যাজিক।

তবে এই দুই ছাড়াও স্পিনিং বিভাগে ক্রুনাল পান্ডিয়া(Krunal Pandya), বরুণ চক্রবর্তী(Varunn Chakravarthy), কৃষ্ণাপ্পা গৌতম(Krishnappa Gowtham), রাহুল চাহাররা(Rahul Chahar) আছেন। তেমনই পেস বিভাগে ডেপুটি ভুবনেশ্বরকে সঙ্গ দেবেন নভদীপ সাইনি(Navdeep Saini), দীপক চাহার(Deepak Chahar) এবং চেতন সাকারিয়া(Chetan Sakariya)। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়াও। তবে স্কোয়াডে নাম নেই শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer)। অর্থাৎ, দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ম্যাচ ফিট নন এখনও। সবমিলিয়ে ছয় আনক্যাপড প্লেয়ারকে নিয়ে দ্বীপরাষ্ট্রে যাবে রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) ভারত।

একনজরে ভারতীয় স্কোয়াড: ধাওয়ান(অধিনায়ক), পৃথ্বী, পারিক্কল, রুতুরাজ, সূর্যকুমার, মনীশ, হার্দিক, নিতিশ, ইশান (উইকেটরক্ষক), সঞ্জু (উইকেটরক্ষক), চাহাল, রাহুল, গৌতম, ক্রুনাল, কুলদীপ, বরুণ, ভুবনেশ্বর (সহ-অধিনায়ক), দীপক, নভদীপ, চেতন।

নেট বোলার- পোড়েল, ওয়ারিয়র, অর্শদীপ, কিশোর, সিমরজিত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.