বই খুলে বাড়িতে বসেই পরীক্ষা দিক মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা! শিক্ষামন্ত্রীর কাছে জমা পড়ল রিপোর্ট

জনমত বলছে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। সেই মতামতে গুরুত্ব দিয়েই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। গত কয়েকদিন আগে নবান্নে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে হবে নম্বর। কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে তা ৭ দিনের মধ্যে জানানো হবে।

হলে বসে প্রশ্নপত্র-উত্তরপত্রে পরীক্ষা না দিয়ে কীভাবে মূল্যায়ণ হবে পরীক্ষার্থীদের, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটির।

More HS EXAM News  

Read more about:
English summary
teachers association in west bengal proposes to take madhyamik and HS exam with open book system
Story first published: Thursday, June 10, 2021, 22:36 [IST]