পর্তুগাল
গোলরক্ষক : আন্তোনিও লোপেজ, রুই পাত্রিসিও, রুই সিলভা।
রক্ষণভাগ : জোয়াও ক্যান্সেলো, রুবেন দিয়াস, জোসে ফন্তে, রাফায়েল গুয়েরেইরো, নুনো মেন্ডেস, পেপে, নেলসন সেমেদো।
মাঝমাঠ : উইলিয়াম কার্ভালহো, ড্যানিলো, ব্রুনো ফের্নান্দেস, গনসালো গেজেস, জুয়াও মৌচিনয়ো, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, জোয়াও পালহিনহা, পোতে, রেনাতো সানচেজ, বের্নার্দো সিলভা।
আক্রমণ : জোয়াও ফেলিক্স, দিয়েগো জোটা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে সিলভা, রাফা সিলভা।
ফ্রান্স
গোলরক্ষক : হুগো লরিস, মাইক মাইগনান, স্টিভ মাদাঁদাঁ।
রক্ষণভাগ : লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, জুল কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ক্লোমা লংলে, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।
মাঝমাঠ : এনগোলো কান্তে, থমাস লেমার, পল পগবা, আদ্রিও রাবিও, মুসা সিসোকো, কোরিনতিন তোলিসো।
আক্রমণ : উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।
জার্মানি
গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, বার্নড লেনো, কেভিন ট্র্যাপ।
রক্ষণভাগ : এমরে কান, মাথিয়াস গিন্টের, রবিন গোসেন্স, খ্রিস্টিয়ান গুন্টার, মার্সেল হালস্টেনবার্গ, ম্যাটস হুমেলস, লুকাস ক্লোস্টারমান, রবিন কখ, আন্টোনিও রুডিগার, নিকলাস জুলে।
মাঝমাঠ : সের্জ নাব্রি, লেয়ন গোরেৎস্কা, ইলকেয় গুন্দোগান, ইয়োনাস হোফমান, ইয়োজুয়া কিমিশ, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান নয়হাউস, লিরয় জানে।
আক্রমণ : কাই হাভের্ৎস, থমাস মুলার, কেভিন ফোলান্ট, টিমো ওয়ের্নার।
স্পেন
গোলরক্ষক : দাভিদ দে হেয়া, উনাই সিমন, রবের্ট স্যানচেজ।
রক্ষণভাগ : জোসে গায়া, জর্দি আলবা, পাও ফ্রান্সিস্কো তোরেস, এমেরিক লাপোর্ত, এরিক গার্সিয়া, দিয়েগো ইয়োরেন্তে, সেসার আজপিলিকুয়েতা।
মাঝমাঠ : থিয়াগো আলকান্তারা, সের্হিও বুস্কেৎস্, কোকে, মার্কোজ ইয়োরেন্তে, দানি ওলমো, রদ্রিগো এর্নান্দেস কাসকান্তে, ফাবিয়ান রুইস, পাবলো সারাবিয়া, ফেরান তোরেস, আদামা ত্রাওরে দিয়ারা।
আক্রমণ : আলবারো মোরাতা, জেরার্ত মোরেনো, মিকেল ওইয়ারসাবাল, পেদ্রো গন্সালেস লোপেস
ইংল্যান্ড
গোলরক্ষক : ডিন হেন্ডারসন, স্যাম জনস্টোন, জর্ডান পিকফোর্ড
রক্ষণভাগ : বেন চিলওয়েল, কনর কোয়াদি, রেসে জেমস, হ্যারি মাগুয়্যার, টাইরন মিংস, লিউক শ, জন স্টোনস, কিরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট।
মাঝমাঠ : জুদ বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, কেলভিন ফিলিপ্স, ডেকলান রাইস।
আক্রমণ : ডোমিনিক কালভার্ট-লুইন, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, বুকায়ো সাকা, জাডোন সান্চো, ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ।
ইতালি
গোলরক্ষক : জানলুইজি দন্নারুম্মা, আলেক্স মেরেত, সালভাতোরে সিরিগু।
রক্ষণভাগ : ফ্রানচেস্কো আচের্বি, জর্জো কিয়েল্লিনি, লেওনার্দো বোনুচ্চি, আলেসসান্দ্রো বাস্তোনি, জোভান্নি দি লোরেনৎসো, এমেরসন পালমিয়েরি, আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি, লেওনার্দো স্পিনাৎসলা, রাফায়েল তোলোই।
মাঝমাঠ : নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, জোর্জে লুইজ ফ্রেলো ফিলিয়ো, মানুয়েল লোকাতেল্লি, লোরেনৎসো পেল্লেগ্রিনি, স্তেফানো সেন্সি, মার্কো ভেররাত্তি, ফেদেরিকো বের্নারদেস্কি, ফেদেরিকো কিয়েজা।
আক্রমণ : আন্দ্রেয়া বেলত্তি, দোমেনিকো বেরার্দি, চিরো ইম্মোবিলে, লোরেনৎসো ইনসিনিয়ে, জাকোমো রাস্পাদোরি।