Euro 2020 : টু্র্নামেন্টের হাই প্রোফাইল ৬ দলের সম্পূর্ণ স্কোয়াড এক নজরে

ভারতীয় সময় আগামী ১২ জুন সাড়ে ১২টা থেকে শুরু হবে করোনা ভাইরাসের জেরে এক বছর স্থগিত হয়ে যাওয়া ইউরো কাপ। স্বভাবতই টুর্নামেন্ট ঘিরে ফুটবল প্রেমীদের মনে আগ্রহ এবং উন্মাদনা বিপুল। পর্তুগাল কি খেতাব ধরে রাখতে পারবে, নাকি ট্রফির গায়ে লেখা হবে অন্য কোনও দেশের নাম, তা সময় বলবে। তার আগে ইউরো কাপে অংশ নেওয়া ৬ সনাতন ও হাই প্রোফাইল দলের সম্পূর্ণ স্কোয়াড দেখে নিন।

পর্তুগাল

গোলরক্ষক : আন্তোনিও লোপেজ, রুই পাত্রিসিও, রুই সিলভা।

রক্ষণভাগ : জোয়াও ক্যান্সেলো, রুবেন দিয়াস, জোসে ফন্তে, রাফায়েল গুয়েরেইরো, নুনো মেন্ডেস, পেপে, নেলসন সেমেদো।

মাঝমাঠ : উইলিয়াম কার্ভালহো, ড্যানিলো, ব্রুনো ফের্নান্দেস, গনসালো গেজেস, জুয়াও মৌচিনয়ো, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, জোয়াও পালহিনহা, পোতে, রেনাতো সানচেজ, বের্নার্দো সিলভা।

আক্রমণ : জোয়াও ফেলিক্স, দিয়েগো জোটা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আন্দ্রে সিলভা, রাফা সিলভা।

ফ্রান্স

গোলরক্ষক : হুগো লরিস, মাইক মাইগনান, স্টিভ মাদাঁদাঁ।

রক্ষণভাগ : লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, জুল কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ক্লোমা লংলে, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।

মাঝমাঠ : এনগোলো কান্তে, থমাস লেমার, পল পগবা, আদ্রিও রাবিও, মুসা সিসোকো, কোরিনতিন তোলিসো।

আক্রমণ : উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।

জার্মানি

গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, বার্নড লেনো, কেভিন ট্র্যাপ।

রক্ষণভাগ : এমরে কান, মাথিয়াস গিন্টের, রবিন গোসেন্স, খ্রিস্টিয়ান গুন্টার, মার্সেল হালস্টেনবার্গ, ম্যাটস হুমেলস, লুকাস ক্লোস্টারমান, রবিন কখ, আন্টোনিও রুডিগার, নিকলাস জুলে।

মাঝমাঠ : সের্জ নাব্রি, লেয়ন গোরেৎস্কা, ইলকেয় গুন্দোগান, ইয়োনাস হোফমান, ইয়োজুয়া কিমিশ, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান নয়হাউস, লিরয় জানে।

আক্রমণ : কাই হাভের্ৎস, থমাস মুলার, কেভিন ফোলান্ট, টিমো ওয়ের্নার।

স্পেন

গোলরক্ষক : দাভিদ দে হেয়া, উনাই সিমন, রবের্ট স্যানচেজ।

রক্ষণভাগ : জোসে গায়া, জর্দি আলবা, পাও ফ্রান্সিস্কো তোরেস, এমেরিক লাপোর্ত, এরিক গার্সিয়া, দিয়েগো ইয়োরেন্তে, সেসার আজপিলিকুয়েতা।

মাঝমাঠ : থিয়াগো আলকান্তারা, সের্হিও বুস্কেৎস্, কোকে, মার্কোজ ইয়োরেন্তে, দানি ওলমো, রদ্রিগো এর্নান্দেস কাসকান্তে, ফাবিয়ান রুইস, পাবলো সারাবিয়া, ফেরান তোরেস, আদামা ত্রাওরে দিয়ারা।

আক্রমণ : আলবারো মোরাতা, জেরার্ত মোরেনো, মিকেল ওইয়ারসাবাল, পেদ্রো গন্সালেস লোপেস

ইংল্যান্ড

গোলরক্ষক : ডিন হেন্ডারসন, স্যাম জনস্টোন, জর্ডান পিকফোর্ড

রক্ষণভাগ : বেন চিলওয়েল, কনর কোয়াদি, রেসে জেমস, হ্যারি মাগুয়্যার, টাইরন মিংস, লিউক শ, জন স্টোনস, কিরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার, বেন হোয়াইট।

মাঝমাঠ : জুদ বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, কেলভিন ফিলিপ্স, ডেকলান রাইস।

আক্রমণ : ডোমিনিক কালভার্ট-লুইন, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, বুকায়ো সাকা, জাডোন সান্চো, ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ।

ইতালি

গোলরক্ষক : জানলুইজি দন্নারুম্মা, আলেক্স মেরেত, সালভাতোরে সিরিগু।

রক্ষণভাগ : ফ্রানচেস্কো আচের্বি, জর্জো কিয়েল্লিনি, লেওনার্দো বোনুচ্চি, আলেসসান্দ্রো বাস্তোনি, জোভান্নি দি লোরেনৎসো, এমেরসন পালমিয়েরি, আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি, লেওনার্দো স্পিনাৎসলা, রাফায়েল তোলোই।

মাঝমাঠ : নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, জোর্জে লুইজ ফ্রেলো ফিলিয়ো, মানুয়েল লোকাতেল্লি, লোরেনৎসো পেল্লেগ্রিনি, স্তেফানো সেন্সি, মার্কো ভেররাত্তি, ফেদেরিকো বের্নারদেস্কি, ফেদেরিকো কিয়েজা।

আক্রমণ : আন্দ্রেয়া বেলত্তি, দোমেনিকো বেরার্দি, চিরো ইম্মোবিলে, লোরেনৎসো ইনসিনিয়ে, জাকোমো রাস্পাদোরি।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro Cup 2020 : Full squad of 6 high profile teams of the tournament
Story first published: Thursday, June 10, 2021, 21:42 [IST]