কলকাতাঃ বাংলা চলচ্চিত্র জগতের এক নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadev Dasgupta)। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কেবল পরিচালক বলা হলে অনেক কম বলা হবে, তিনি ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির এক কালজয়ী পরিচালক। তথাকথিত বাণিজ্যিক ছবির ধারা থেকে বেরিয়ে বাংলা চলচ্চিত্রকে তিনি দিয়েছিলেন এক ভিন্ন মাত্রা।

কেরিয়ারের শুরুতে তিনি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি দ্বারা প্রভাবিত হয়ে ছবি বানালেও, পরবর্তীকালে তিনি বাংলা চলচ্চিত্র জগতে উপহার দিয়েছিলেন এক নতুন ধারা। যা যুগে যুগে পরিচালক কিংবা অভিনেতাদের আরও বেশি করে উদ্বুদ্ধ করবে। তার ছবির হাত ধরেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), মমতা শঙ্কর (Mamata Shankar) প্রমুখ অভিনেতাদের বাঙালি নতুন করে উপলব্ধি করেছেন। তার বাননো ছবি দেশের গণ্ডি পেরিয়ে তাকে এনে দিয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরষ্কার, খ্যাতি এবং সম্মান। তার মৃত্যু সমগ্র চলচ্চিত্র জগতের এক চরম ক্ষতি। তার রেখে যাওয়া ছবিগুলির মধ্যে দিয়েই তিনি আজীবন বেঁচে থাকবেন বাঙালির মনে। ফিরে দেখা যাক বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালিত সেরা কিছু ছবি।

১) দূরত্ব (Dooratwa) – ১৯৮১ সালে পরিচালিত এই চলচ্চিত্রটি ষাট সত্তর দশকের নকশাল আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে তৈরি করেছিলেন বুদ্ধদেব বাবু। ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, প্রদ্বীপ মুখার্জী (Pradip Mukherjee), বিজন ভট্টাচার্য (Bijon Bhattacharya)। সেরা ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরষ্কার (National Award For Best Feature Film) পেয়েছিল ‘দূরত্ব’। এছাড়াও লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালে (Locarno Film Festival) ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটি।

২) বাঘ বাহাদুর (Bagh Bahadur) – ১৯৮৯ সালের জাতীয় পুরষ্কার জয়ী (National Film Award For Best Film) এই ছবি একেবারে গ্রামবাংলার পটভূমিতে তৈরি। যেখানে একজন ব্যক্তি নিজেকে বাঘের মতোন রঙ করে বাংলার এক প্রত্যন্ত গ্রামে গিয়ে নাচেন। ছবিটির মধ্যে দিয়ে গ্রামীন মানুষের দৈনন্দিন কষ্টগুলি চিত্রিত করা হয়েছে।

৩) তাহাদের কথা (Tahader Kotha) – ১৯৯২ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক মুক্তিযোদ্ধা কাহিনী ফুটিয়ে তুলেছে। সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরষ্কার (National Award) পেয়েছিল এই ছবি।

৪) উত্তরা (Uttara) – ২০০০ সালের এই ছবিতে বাংলার পুরুলিয়া জেলার একটি গ্রামের শান্তিপূর্ন পরিবেশের সঙ্গে হিংস্রতা, দুর্দশা এবং অমানবিকতার এক বৈষম্যতা ফুটিয়ে তুলেছে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। সেরা পরিচালনার জন্যে বুদ্ধদেব বাবু জাতীয় পুরষ্কার (National Award) এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে (Venice Film Festival) সিলভার লায়ন পুরষ্কার (Silver Lion) পেয়েছিলেন।

৫) স্বপ্নের দিন (Swapner Din) – এই ছবির পরিচালনার জন্যে সেরা পরিচালক হিসাবে আরও এক জাতীয় পুরষ্কার (National Award For Best Director) পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.