দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার অর্থাৎ ১১ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায়। শনিবার অর্থাৎ ১২ জুন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার অর্থাৎ ১৩ জুন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা
১২ জুন শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ১৩ জুন রবিবার এবং ১৪ জুন সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও ১৪ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও।
উপকূলের তিন জেলায় হাওয়ার সতর্কবার্তা
উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১ থেকে ১৩ জুনের মধ্যে এই তিন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৮ (৩৪.৮)
বালুরঘাট ৩২.৮ (৩৩.৪)
বাঁকুড়া ৩২.৯ (৩৩.৭)
ব্যারাকপুর ৩১.৮ (৩৩.৪)
বহরমপুর ৩৭.৪ (৩৬.৬)
বর্ধমান ৩৫.৪ (৩৫)
ক্যানিং ৩২ (৩২.৪)
কোচবিহার ৩৫.৭ (৩৩.৫)
দার্জিলিং ২১.৪ (১৯)
দিঘা ৩৫.২ (৩৩.২)
কলকাতা ৩২.৭ (৩৩)
মালদহ ৩৫.৭ (৩৩)
পানাগড় ৩৪.৩ (৩২.৬)
পুরুলিয়া ৩৩.৩ (৩৫.৩)
শিলিগুড়ি ৩৬ (৩৩.৩)
শ্রীনিকেতন ৩৫ (৩২.৭)