কলকাতা: দেশজুড়ে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। দীর্ঘ ১ টা বছর কেটে গেলেও মুক্তি মেলেনি এই নোভেল করোনা ভাইরাসের হাত থেকে। উল্টে ভাইরাসের কারণে বন্ধ করা হয়েছে সমস্ত পরিষেবা। লকডাউনের ফলে দেশে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যাটাও দাঁড়িয়েছে অনেক। অন্যদিকে আবার এই পরিস্থিতির কারণে অনেক সরকারি তথা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাদের চাকরির নিশ্চিয়তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে। তবে এই কঠিন সময়েও যারা চাকরির সন্ধান করে চলেছে, তাদের জন্য থাকছে একটা সুখবর। সম্প্রতি Indian Coast Guard তাদের একাধিক পদে কর্মী নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সংস্থার তরফে Navik (GD & DB) & Yantrik এর শূণ্য পদে নিয়োগ করা হবে একাধিক প্রার্থী।

চাকরির বিবরণ (Job Details)

Indian Coast Guard তাদের Navik (GD & DB) & Yantrik পদে কর্মী নিয়োগ করতে চলেছে। ২ জুলাই থেকে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া চালু করা হবে অনলাইন মাধ্যমে। আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রার্থীরা Navik (GD & DB) & Yantrik পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীরা সরাসরি https://joinindiancoastguard.cdac.in/ লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্মটিও পেয়ে যাবে। পাশাপাশি Indian Coast Guard এর Navik (GD & DB) & Yantrik পদের সমস্ত তথ্য দেখা যাবে http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_3_2122b.pdf এই ঠিকানায়।

পদ সংখ্যা (VACANCY)

Indian Coast Guard এর Navik (GD & DB) & Yantrik পদে মোট ৩৫০ জন প্রার্থী নিয়োগ করা হবে। সংস্থার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, Navik (General Duty) -পদে নিয়োগ করা হবে ২৬০ জন প্রার্থী, Navik (Domestic Branch) পদে নিয়োগ করা হবে ৫০ জন প্রার্থী, Yantrik (Mechanical) পদে নিয়োগ করা হবে ২০ জন প্রার্থী, Yantrik (Electrical) পদে নিয়োগ করা হবে ১৩ জন প্রার্থী এবং সর্বশেষ অর্থাৎ Yantrik (Electronics) পদের জন্য পদে নিয়োগ করা হবে ৭ জন প্রার্থী।

বেতন(SALARY)

চাকরির আবেদনের বিজ্ঞপ্তিতে সংস্থার সমস্ত পদের জন্য পে স্কেলের হিসেবে বেতনের কথা উল্লেখ করা হয়েছে। যেমন, লেবেল ৩ অনুযায়ী Navik (General Duty) এবং Navik (Domestic Branch) পদের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের দেওয়া হবে ২১, ৭০০ টাকা। অন্যদিকে লেবেল ৫ অনুযায়ী Yantrik পদের জন্য বেতন দেওয়া হবে ২৯,২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)

কাউন্সিল অব বোর্ড ফর স্কুল এডুকেশন (COBSE) কর্তৃক স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে গণিত (Maths) এবং পদার্থবিজ্ঞানে (Physics) ১০+২ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা Navik (GD) পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি Navik (DB) পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের থাকতে হবে কাউন্সিল অব বোর্ড ফর স্কুল এডুকেশন (COBSE) কর্তৃক স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণীর উত্তীর্ণ হওয়ার ডিগ্রি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.