কলকাতা২৪x৭ঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় কুস্তিগির হলেন আমেরিকার ডব্লিউ ডব্লিউ ই(WWE) খ্যাত জন সিনা(John Cena)। ১৬ বার ডব্লিউ ডব্লিউ ই খেতাব জয়ী জনকে রেসলম্যানিয়া ৩৬-এর(Wrestlemania 36) পর থেকে আর রিংয়ে দেখা যায়নি। তাঁর এবং ব্রে ওয়্যাটের(Bray Wyatt) সেই লড়াই সেবছরের অন্যতম সেরা কুস্তির ইভেন্টের মধ্যে একটি ছিল। তবে শুধুমাত্র ডব্লিউডব্লিউই’র মঞ্চেই নয় জন কিন্তু বিভিন্ন সিনেমায় অভিনয় এবং টেলিভিশন প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন। ৪৪ বছর বয়সি জনের সারা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে। সেকথা অবশ্য তাঁর ইন্সটাগ্রামের ১৫.২ মিলিয়ন এবং টুইটারের ১৩ মিলিয়ন অনুরাগীর সংখ্যাটা দেখলেই বুঝে নেওয়া যায়।
জন ভারতেও বহুল জনপ্রিয়। মাঝেমধ্যেই তিনি ভারতের বিভিন্ন জনপ্রিয় তারকার ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে থাকেন। সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan), রাহুল দ্রাবিড়(Rahul Dravid) থেকে শুরু করে শাহরুখ খান(Shahrukh Khan) জন অতীতে একাধিক জনপ্রিয় ভারতীয় তারকার ছবি শেয়ার করেছেন। ২০১৯ সালেও তিনি এমনই একজন বিশেষ ভারতীয় তারকার ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন জন ভারত অধিনায়ক বিরাট কোহলির(Virat Kohli) ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে সঙ্গে তা জনের ভারতীয় অনুরাগীদের নজর কেড়ে নেয়। ভারত বিশ্বকাপ সেমি-ফাইনালে পৌঁছনোর পর তিনি বিরাটের ছবিটি শেয়ার নিজের ইন্সটাগ্রামে করেছিলেন। জনের শেয়ার করা ছবিটিতে ভারত অধিনায়ককে হাসিমুখে দেখা যাচ্ছে। তবে ছবিটিতে বিরাট একা ছিলেন না, তাঁর সঙ্গে রোহিত শর্মা(Rohit Sharma), ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri) এবং কুলদীপ যাদবকেও(Kuldeep Yadav) দেখা যাচ্ছিল। এখনও পর্যন্ত সাড়ে চার লাখের বেশি মানুষ ছবিটি লাইক করেছেন।
ভারত অধিনায়ক বিরাট কোহলিরও সারা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে। দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৪৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিরাটের ইন্সটাগ্রামে ১২৫ মিলিয়ন এবং টুইটারে ৪২.৪ মিলিয়ন অনুরাগী রয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.