কলকাতা২৪x৭ঃ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar) তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য বেশ কয়েকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন। কখনও রবীন্দ্র জাদেজাকে(Ravindra Jadeja) নিয়ে, কখনও আবার রবিচন্দ্রণ অশ্বিনকে(Ravichandran Ashwin) নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি আবারও অনুরাগীদের রোষের মুখে পড়েছেন দেশের জার্সি গায়ে ৩৭টি টেস্ট এবং ৭৪টি একদিনের ম্যাচ খেলা সঞ্জয়। কারণ এক অনুরাগীর সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সঞ্জয় রবীন্দ্র জাদেজার সম্বন্ধে বলেছেন, ‘ও তো ইংরাজিও পারে না’।

২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত ৩১ রানে হেরে গিয়েছিল। সেই ম্যাচের পরেই প্রথম একাদশে জাদেজাকে সুযোগ দেওয়া উচিত কিনা তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু জাদেজাকে প্রথম একাদশে রাখার ঘোরতর বিরোধী ছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটারদের খুব একটা বড় অনুরাগী নই। আর জাদেজা ৫০ ওভারের ফর্ম্যাটে এখন সেইরকম ক্রিকেটার হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচে কিন্তু ওঁ একজন বোলার হিসেবেই খেলে। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে আমি ওঁর জায়গায় একজন ব্যাটসম্যান এবং স্পিনারকেই খেলাব’।

সঞ্জয়ের করা এই তির্যক মন্তব্যটি নজর এড়িয়ে যায়নি দেশের জার্সি গায়ে ৫১টি টেস্ট, ১৬৮টি একদিনের ম্যাচ এবং ৫০টি টি-২০ ম্যাচ খেলা জাদেজার(Ravindra Jadeja)। জাড্ডু নিজের টুইটারে সঞ্জয়কে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘‘কিন্তু তাও দেখুন আপনার থেকে দ্বিগুণ সংখ্যক ম্যাচ আমি খেলেছি এবং এখনও খেলছি। যেসব মানুষ কৃতিত্ব অর্জন করেছে তাঁদের সন্মান করতে শিখুন। আপনার মৌখিক ডায়েরিয়ার ফলস্বরূপ আমি অনেক কিছু শুনে নিয়েছি’।

এই প্রসঙ্গেই জাদেজাকে নিয়ে করা সঞ্জয়ের কিছু কথোপকথনের অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন অনুরাগী তাঁর সঙ্গে হওয়া সঞ্জয়ের(Sanjay Manjrekar) কথোপকথনের স্ক্রিনশট টুইটারে শেয়ার করে লেখেন, ‘আমি এই ব্যক্তিগত কথোপকথন জনসমক্ষে আনতে চাইনি। কিন্তু মানুষের সঞ্জয় মঞ্জরেকরের এই দিকটি সম্বন্ধেও জানা উচিত। জাদেজা খুবই খুশি হবে ওঁ তোমাকে ভুল প্রমাণ করতে পেরেছে। বিসিসিআই(BCCI) তোমরা কি ভবিষ্যতে এই ধরণের মানুষ রাখতে চাও নিজেদের ধারাভাষ্যের প্যানেলে’?

শেয়ার করা কথোপকথনে সঞ্জয়কে বলতে দেখা যাচ্ছে জাড্ডু(Jaddu) ইংরাজি পারেন না। সঞ্জয় সেই অনুরাগীর করা একটি প্রশ্নের উত্তরে লিখেছেন, ‘তুমি যেই অবস্থায় রয়েছ তার জন্য আমি দুঃখিত। তুমি আশা করছ তোমার মতো আমিও প্লেয়ারদের পুজো করব। কিন্তু আমি অনুরাগী নই, আমি একজন বিশ্লেষক। আর জাদেজা তো ইংরাজিও পারে না। তাই ও হয়তো বিটস অ্যান্ড পিসেসের আসল মানে বুঝতে পারেনি। আর আমি নিশ্চিত কেউ ওকে মৌখিক ডায়েরিয়ার ইংরাজি বানান বলে দিয়েছে’। তাঁর ও সংশ্লিষ্ট অনুরাগীর কথোপকথনের অংশ ভাইরাল হতেই অনুরাগীদের রোষের মুখে পড়েছেন সঞ্জয়। যদিও জাড্ডু এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

জাদেজা এই মুহূর্তে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের সদস্য হিসেবে সাউদাম্পটনের হিলটন অ্যাজেস বোল হোটেলে কোয়ারান্টিকে রয়েছেন। ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.