ফুটওয়ার্ক নিয়ে
বিধ্বংসী ব্যাটিং করায় বিখ্যাত বীরেন্দ্র শেহওয়াগ। যদিও তাঁর কেরিয়ারে বারবার উঠেছে ফুটওয়ার্কের কথা। বীরুর চোখ আর ব্যাটের অসাধারণ তালমিলেই চোখের নিমেষে বল বাউন্ডারি পেরিয়ে যেত। যেত নয়, বলা যায় যায়। কেন না, এখনও প্রদর্শনী ম্যাচেও স্বমহিমায় ব্যাটিং করেন তিনি। পা সঠিকভাবে নড়াচড়া না করলেও ওপেন করতে নেমে নতুন বলেও শেহওয়াগ ঝড় মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয় টেস্টে একমাত্র ভারতীয় তিনিই যাঁর দুটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। বীরু জানিয়েছেন, এটা ঠিক নয় যে তিনি ফুটওয়ার্ক আরও ভালো করতে চাইতেন না। কিন্তু সঠিক সময়ে মূল্যবান পরামর্শটি পাননি। তাঁর কথায়, অনেকেই বলতেন ফুটওয়ার্ক ভালো করতে হবে। কিন্তু কীভাবে সেটা কেউ বলতে পারতেন না।
তিনজনের মূল্যবান পরামর্শ
তবে তাঁর ব্যাটিংশৈলীর উন্নতিতে যে তিনজন প্রাক্তন ভারত অধিনায়ক মূল্যবান পরামর্শ দিয়েছিলেন তাঁরা হলেন মনসুর আলি খান পতৌদি, সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারী শ্রীকান্ত। শেহওয়াগ জানান, এই তিনজনের পরামর্শেই লেগ স্টাম্পের বদলে মিডল-অফ স্টাম্প গার্ড নেওয়া তাঁর ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হয়েছিল।
দেখে শেখা
বীরুর কথায়, ক্রিকেট মাঠে খেলতে হয়। কিন্তু দেখেও অনেক কিছু শেখা যায়। আমি নিজের কথা বলতে পারি, আমি ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে ক্রিকেট দেখতে শুরু করি। তখন থেকেই সচিন তেন্ডুলকরকে দেখে তাঁর খেলাকে কপি করার চেষ্টা করতাম। স্ট্রেট ড্রাইভ, ব্যাক ফুট পাঞ্চ এগুলি সচিনকে দেখেই রপ্ত করা। যদি আমি টিভিতে খেলা দেখে শিখতে পারি, তাহলে সেটা অন্যরাও পারবে বলে আমার বিশ্বাস। এখন এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, ক্রিস গেইল, আমার বা অন্যদের খেলার ভিডিও হামেশাই দেখতে পাওয়া যায়। আমাদের সময় সেই সুযোগ ছিল না। যদি এভাবে খেলা দেখে বা কারও সঙ্গে অনলাইনে শিখে তা খেলায় প্রয়োগের সুযোগ আমি পেতাম, তাহলে হয়তো আরও আগে তা শিখে আরও আগে ভারতীয় দলে সুযোগও পেতে পারতাম।
বীরুর উদ্যোগ
সঞ্জয় বাঙ্গারের সঙ্গে হাত মিলিয়ে যে ক্রিকেট শিক্ষার অ্যাপ ক্রিকুরু তিনি উদ্বোধন করলেন সে প্রসঙ্গে বীরু জানান, ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি উঠতি ক্রিকেটারের মানসিক গঠনেও জোর দেওয়া হবে। আন্তর্জাতিক মানের ক্রিকেট শিক্ষায় বিভিন্ন ভিডিও দেখে তা রপ্ত করে কোচেদের পরামর্শ পেতে পারেন শিক্ষার্থীরা। এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, ক্রিস গেইল, ডোয়েইন ব্র্যাভো, হরভজন সিং, জন্টি রোডসের মতো বিশ্বের নামী ৩৪ জনের মূল্যবান পরামর্শে সমৃদ্ধ হতে পারবেন উঠতি ক্রিকেটাররা এই অ্যাপের মাধ্যমে।