সূর্য উঠতেই একগাল হাসি নিয়ে বিরাটদের পুনর্মিলন ইংল্যান্ডে, বিগ ম্যাচের প্রস্তুতি জোরকদমে

বিক্ষিপ্ত কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ইংল্যান্ডে দলবদ্ধ অনুশীলনে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামার আগে ফুরফুর মেজাজে একগাল হাসি নিয়ে নিজের ও সতীর্থদের ছবি পোস্ট করে নেটিজেনদের বিশেষ বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে কমেন্টস বক্স।

ইংল্যান্ডে বিরাটদের পুনর্মিলন

গত ৩ জুন চার্টার্ড বিমানে মুম্বই থেকে ইংল্যান্ড উড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। করোনা বিধি মেনে শেষ সাত দিন মাঠে পূর্ণাঙ্গভাবে অনুশীলনে নামতে পারছিলেন না বিরাট কোহলিরা। বিক্ষিপ্তভাবে নিজেদের মতো করে মাঠে নয়তো জিমে গা ঘামাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড পৌঁছানোর তিন দিন পর মাঠে নামার সুযোগ পেলেও একে অপরের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা। ফলে বুধবার ভারতীয় ক্রিকেটারদের পুনর্মিলনের দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

বিরাটের পোস্ট ভাইরাল

বুধবার বিরাট কোহলির একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ছবিতে টিম ইন্ডিয়ার সহাস্য অধিনায়কের পাশেই ভরা গালে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সতীর্থ চেতেশ্বর পূজারা ও শুভমান গিলকে। সঙ্গে বিরাটের 'দ্য সান ব্রিংস আউট স্মাইল' অর্থবহ বলে মনে করছেন নেটিজেনরা। ইংল্যান্ড পৌঁছানোর পর গত সাত দিনে এই প্রথম ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে অনুশীলনে নামতে দেখা গিয়েছে। এই ঘটনা মেঘ কেটে সূর্য ওঠারই মতো বলে মনে করছে ক্রিকেট মহল। বিরাটও সেই কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করেন নেটিজেনরা।

ম্যাচ প্র্যাকটিসের সুযোগ না পাওয়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সেই সুবিধা পাবে না ভারত। ফলে নেট প্র্যাকটিস, নিজের মধ্যে প্রস্তুতি ম্যাচ এবং জিমে গা ঘামিয়েই হাই-ভোল্টেজ মোকাবিলার জন্য তৈরি হতে হবে বিরাট কোহলিদের। তা যথেষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামার আগে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও টিম ইন্ডিয়া কম সময় পাচ্ছে বলে অনেকের বক্তব্য। এর প্রভাব ম্যাচে পড়তে পারে বলে আশঙ্কা করছে দেশের ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

ভারতের ইংল্যান্ড সফর

আগামী ১৮ জুন সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলি শিবির। সবমিলিয়ে সেপ্টেম্বরে শেষ হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর।

More TEAM INDIA News  

Read more about:
English summary
Team India start training in England, Virat Kohli's post viral in social media
Story first published: Wednesday, June 9, 2021, 20:17 [IST]