উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায়। উত্তরবঙ্গের মতোই আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সন্ধের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১ জুনের আশপাশের সময়ে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জের সমুদ্র উত্তাল হতে পারে। তাই ১১ জুন সকাল থেকে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। আর যাঁরা ইতিমধ্যেই চলে গিয়েছেন, ১০ জুন বিকেলের মধ্যেই তাঁদের ফেরত আসতে বলা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪ (২৬.২)
বালুরঘাট ২৮.২ (২৭.২)
বাঁকুড়া ২৩.৩ (২৫.৫)
ব্যারাকপুর ২৫ (২৬.২)
বহরমপুর ২৬ ( ২৬.২)
বর্ধমান ২২ (২৫.৬)
ক্যানিং ২৫.৬ (২৪)
কোচবিহার ২৪.১ (২৪.১)
দার্জিলিং ১৩ (১৩)
দিঘা ২৪.১ (২৩.২)
কলকাতা ২৫.৮ (২৫.২)
মালদহ ২৭ (২৬.৪)
পানাগড় ২৩.৮ (২৭.১)
পুরুলিয়া ২৩.৫ (২৬.৫)
শিলিগুড়ি ২৩.৮ (২৬.২)
শ্রীনিকেতন ২২.৭ (২৫.৪)