প্যারিস: টানা ৩৬ সেট জয়ের পর বুধবার রোলাঁ গারোয়(Roland Garros) সেট খোয়ালেন রাফায়েল নাদাল(Rafael Nadal)। তবে এই সেট খোয়ানো কোনওরকম বাধার সৃষ্টি করল না স্প্যানিশ মায়েস্ত্রোর সেমিফাইনালে পৌঁছনোর পথে। বরং রেকর্ড বর্ধিত করে এদিন ১৪ বারের জন্য প্রিয় ফরাসি ওপেনের(French Open) ক্লে-কোর্টে শেষ চারে পৌঁছলেন রাফা। আর্জেন্তিনার দিয়েগো সোয়ার্তজম্যানের(Diego Schwartzman) বিরুদ্ধে চার সেটের লড়াই হলেও সহজেই কোয়ার্টারের হার্ডল পেরোলেন ২০টি মেজরের মালিক।

রোলাঁ গারোয় ১০৫ জয় তুলে নেওয়ার পথে এদিন কোয়ার্টারে নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০। গতবছর সেমিফাইনালে এই আর্জেন্তাইন প্রতিদ্বন্দ্বীকেই স্ট্রেট সেটে হারিয়েছিলেন স্প্যানিশ তারকা। আরও একবার প্রিয় রোলাঁ গারোর শেষ চারে পৌঁছে নাদাল জানালেন, ‘এখানে আরও একবার সেমিফাইনালে পৌঁছনোটা আমার কাছে অসাধারণ এক অনুভূতি। দিয়েগো দুর্দান্ত এক প্রতিভা। আজ কোয়ার্টার ফাইনাল আমার জন্য কড়া চ্যালেঞ্জ ছিল।’

২০১৯ ফাইনালে ডমিনিক থিয়েমের(Diminic Thiem) কাছে সেট খোয়ানোর পর এদিন প্রথম ফরাসি ওপেনে ফের কোনও সেট হাতছাড়া হল টুর্নামেন্টের তৃতীয় বাছাই তথা ১৩ বারের ফরাসি ওপেন জয়ী নাদালের। দ্বিতীয় সেটে সোয়ার্তজম্যানের কামব্যাকের প্রশংসা করে নাদাল বলেন, ‘দ্বিতীয় সেটে ওঁ দারুণ খেলেছে।’ যদিও এরপর আর্জেন্তাইন প্রতিদ্বন্দ্বীকে আর কোনও সুযোগ দেননি তিনি। ৪-৪ অবস্থায় তৃতীয় সেটের নবম গেমে সোয়ার্তজম্যানের সার্ভিস ব্রেক করেন স্প্যানিয়ার্ড। এরপর ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বীকে আর একটিও গেম জেতার সুযোগ দেননি নাদাল।

চতুর্থ সেট ৬-০ ব্যবধানে মুঠোয় পুরে নেন তিনি। একইসঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেন রাফা। সেমিতে অবশ্যই কঠিন লড়াই অপেক্ষা করছে নাদালের জন্য। বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের(Novak Djokovic) মুখোমুখি হওয়ার সম্ভাবনা তাঁর। শেষদিকে কোর্টে তাঁর আগ্রাসন প্রসঙ্গে নাদাল জানিয়েছেন, ‘আমায় আরও আগ্রাসী হতে হত আর শেষদিকে আমি সেই আগ্রাসনটা দেখাতে পেরেছি।’

উল্লেখ্য, ফরাসি ওপেনের অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন গ্রীসের স্তেফানোস সিৎসিপাস(Stefanos Tsitsipas) এবং জার্মানির আলেকজান্ডার জেরেভ(Alexander Zverev)। দু’জনেই কোয়ার্টারে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছেন। সিৎসিপাস হারিয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভকে(Daniil Medvedev), অন্যদিকে জেরেভ উড়িয়ে দিয়েছেন স্পেনের আলেজান্দ্রো ফোকিনাকে(Alejandro Davidovic Fokina)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.