বিতর্কের আবহে ব্রাজিলের আরও এক জয়ের দিনে ফের আটকে গেল আর্জেন্তিনা, জয়ী স্পেন ও ফ্রান্স

কোপা আমেরিকা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেও পারফরম্যান্স করে চলেছে ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে হারালেন নেইমাররা। একই দিনে অবশ্য কলম্বিয়ার বিরুদ্ধে আটকে গেল লিওনেল মেসির আর্জেন্তিনা। অন্যদিকে ইউরো কাপের প্রদর্শনী ম্যাচে লিথুয়ানিয়ার বিরুদ্ধে বড় জয় হাসিল করল করোনা ভাইরাসে কম্পিত স্পেন শিবির। বড় ব্যবধানে জিতল ফ্রান্সও।

করোনা ভাইরাসের আবহে ব্রাজিলে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সায় দেওয়া ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান রোগারিও কাবোক্লোকে সাসপেন্ড করা হয়েছে। একই কারণে চাকরি খোয়াতে পারেন ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে। সেই বিতর্কের আবহেই প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমারারা। নীল জার্সিতে মাঠ কাঁপিয়ে বিতর্ককে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন জেসুসরা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল ম্যাচের ৪ মিনিটের মাথায় গোল করে। নেইমারের বুট থেকে আসে সাফল্য। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে একদম অন্তিম মুহুর্তে। ব্রাজিলের জয় নিশ্চিত করেন পাকুয়েতা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে আটকে গেল আর্জেন্তিনা। গোল পেলেন না লিওনেল মেসিও। প্রথমার্ধের ৩ এবং ৮ মিনিটে আর্জেন্তিনার হয়ে গোল করেন যথাক্রমে রোমেরো ও পারেদেস। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন মুরিয়েল। অন্তিত মুহুর্তে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান বোর্জা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে উরুগুয়ে আটকে গেলেও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে পেরু।

অন্যদিকে ইউরো কাপের প্রদর্শনী ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত অধিনায়ক সার্জিও বুস্কেতসকে ছাড়া কেবল তারুণ্যে ভর করে মাঠে নামা স্পেন। জয়ী দলের হয়ে গোল করেছেন হুগো গুলিয়ামোন, ব্রাহিম দিয়াস, মিরান্ডা ও হাবি পুয়াদো। অন্য ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। গোল করেছেন আন্তোনিও গ্রিজম্যান ও অলিভিয়ের জিরুদ।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Brazil beat Paraguay but Argentina ends with draw in World Cup Qualifier
Story first published: Wednesday, June 9, 2021, 11:04 [IST]