কলকাতা: প্রায় একটা বছর কেটে গিয়েছে, তবুও মুক্তি মেলেনি নোভেল করোনাভাইরাসের হাত থেকে। উল্টে চলতি বছরে আবার ক্রমে বেড়ে চলেছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের রাশ টানতে ফের একবার সরকারকে হাটতে হয়েছে নতুন করে লকডাউনের পথে। লকডাউনের ফলে বন্ধ করা হয়েছে দেশের একাধিক পরিষেবা। আর এই কারণে কার্যত একটা বৃহৎ অংশের মানুষ হয়ে পড়েছে কর্মহীন । বলা যেতে পারে, কোভিড-১৯ এর তাণ্ডবে একপ্রকার ভেঙে পড়েছে দেশের চিকিৎসা থেকে অর্থনৈতিক পরিকাঠামো। তবে কথায় আছে, সমস্ত খারাপের মধ্যেও একটা ভালো কিছু লুকিয়ে থাকে। আর সেই কারণে, এই কঠিন সময়েও যারা চাকরির সন্ধানে করছে তাদের জন্য রয়েছে একটি সুখবর।

সম্প্রতি Northern Coalfields Limited (NCL) তাদের বেশকিছু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, Apprentice পদে নিয়োগ করা হবে বেশকিছু কর্মী। এনসিএল (NCL) এর তরফে কাল থেকে অর্থাৎ ১০ জুন থেকে প্রার্থীদের জন্য অনলাইন আবেদনের দরজাও খুলে দেওয়া হবে।

চাকরির বিবরণ (Job Details)

১০ জুন থেকে এনসিএল (NCL) তাদের Apprentice এর বেশকিছু শূন্য পদের জন্য আবেদনের প্রক্রিয়া চালু করতে চলেছে। এই প্রক্রিয়া শেষ করা হবে আগামী ৯ জুলাই। এনসিএল (NCL) এর এই পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। প্রার্থীরা অনলাইনের http://www.nclcil.in/ ঠিকানায় পেয়ে যাবে আবেদনের ফর্মটি। এর পাশাপাশি http://nclcil.in/recruitment/appren/Apprenticeship(English)%202021.pdf লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে পরীক্ষা, শূন্য পদ সহ বাকি সমস্ত তথ্য।

পদ সংখ্যা (VACANCY)

এনসিএল (NCL) তাদের Apprentice পদে মোট ১,৫০০ জন কর্মী নিয়োগ করতে চলেছে। সংস্থার প্রকাশিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, Welder (Gas & Electric), Fitter, Electrician এবং Motor Mechanic পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।

বেতন(SALARY)

সংস্থার প্রকাশ করা চাকরির বিজ্ঞপ্তিতে মাসিক বেতনের কথা উল্লেখ করা হয়নি। শধুমাত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত যোগ্য প্রার্থীদের এনসিএল (NCL) এর রুল অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমা(Age Limit)

এনসিএল (NCL) এর প্রতিটা পদে আবেদনের জন্য ৩০.৬.২০২১ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৬ থেকে ২৪ বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)

Welder (Gas & Electric) পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেনী উত্তীর্ণ হওয়ার সঙ্গে থাকতে হবে ওয়েলডার ট্রেডে (Welder Trade) আইটিআই (ITI) ড্রিগ্রি। Fitter পদে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার সঙ্গে ফিটার ট্রেডে আইটআই ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারে। অন্যদিকে Electrician এবং Motor Mechanic পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণীর সঙ্গে ইলেকট্রিক্যাল ট্রেডে এবং মটর মেকানিক ট্রেডে আইটিআই ডিগ্রি থাকা জরুরী।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.