কলকাতা: রাজ্যে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে তৃণমূল (Tmc)। আজ মুর্শিদাবাদ (Mursidabad) যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন অভিষেক। দলগতভাবে কোনও সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিন কয়েক আগে রাজ্যে বজ্রপাতে ২৬ জনের মৃত্যুর খবর মেলে। মুর্শিদাবাদ জেলাতেই বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়। আজ মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন অভিষেক।
দিন কয়েক আগেই রাজ্যে একদিনে বাজ পড়ে (Lightning) মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত হয়েছেন আরও অনেকে। মৃতদের পরিবার পিছু রাজ্য সরকারের পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও (PMO)।
মর্মান্তিক এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাতে যাঁরা নিজের স্বজন হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।” এছাড়া প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে বাংলার বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারকে দু’ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, গত দু’দিনে রাজ্যে বাজ পড়ে ৩২ জনের খবর মিলেছে। হুগলিতে ১১ জন এবং মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মারা গিয়েছেন। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মারা গিয়েছেন ২ জন এবং নদিয়ায় মারা গিয়েছেন একজন। আগামী কয়েকদিনই এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য সরকারের তরফেও বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে।
রাজ্যে বজ্রপাতে মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা আগেই দিয়েছিল তৃণমূল। আজ বুধবার মুর্শিদাবাদে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বহরমপুর ও রঘুনাথগঞ্জে যাবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। দলের তরফে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন অভিষেক। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের তরফেও যাতে পরিবারগুলির পাশে দাঁড়ানো যায় সেব্যাপারেও তৎপরতা নেবেন অভিষেক।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.