মোদীর সঙ্গে শুভেন্দুর হঠাৎ সাক্ষাতের কারণ কী, কুণাল ঘোষ টুইটে উস্কে দিলেন নারদ কাণ্ডের যোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ হাইভোল্টেজ বৈঠক শুভেন্দু অধিকারীর। এর আসল কারণ কী তা নিয়ে টুইট করেছেন কুণাল ঘোষ। তিনি টুইটে অভিযোগ করেছেন নারদ কাণ্ডের গ্রেফতারি এড়াতেই শুভেন্দু প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে গেছেন। স্পিকার যাতে তাঁকে গ্রেফতারের অনুমতি না দেন। এবং আদালতে আগাম জামিনের আবেদন করলে যেন সিবিআই তার বিরোধিতা না করেন এই নিয়ে লবি করতেই শুভেন্দু অধিকারী দিল্লিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন শুভেন্দু অধিকারী। গতকালই তিনি সময় চেয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁকে সময়ও দেন। আজই প্রধানমন্ত্রীর সঙ্গে সেই হাইভোল্টেজ বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার পারদ চলছে। সূত্রের খবর রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস এবং হিংসা নিয়েই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যে সিএএ লাগু করার বিষয়েও কথা বলবেন বলে সূত্রের খবর।

শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের

শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন কুনাল ঘোষ। টুইটে তিনি অভিযোগ করেছেন নারদ কাণ্ডের গ্রেফতারি এড়াতেই দিল্লিতে লবি করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। লোকসভা স্পিকারের কাছে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির আবেদন জানিয়েছিল সিবিআই। কিন্তু সেটার উত্তর এখন সিবিআইের হাতে আসেনি। কাজেই আগে থেকে নিজেকে বাঁচাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে লবি করবেন শুভেন্দু অধিকারী। আগাম জামিনের আবেদন জানালে যাতে তাঁর বিরোধিতা সিবিআই না করে তার জন্য দরবার করতে গিয়েছেন শুভেন্দু।

নারদ কাণ্ডে গ্রেফতারি

ইতিমধ্যেই নারদকাণ্ডে শাসক দলের ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। চারজনকে হাজত বাস করতে হয়েছে। পরে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে বৃহত্তর বেঞ্চে তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। চার নেতা মন্ত্রীর গ্রেফতারির পরেই শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস।

নারদ কাণ্ডে শুভেন্দুর যোগ

নারদ স্টিং অপারেশন কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ফুটেজও সিবিআইয়ের হাতে আছে। কিন্তু যেসময় ঘটনাটি ঘটে সেসময় লোকসভা সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। সেসময় শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন।

'তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে হবে',দিল্লি যাওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র'তৃণমূলে গিয়ে কুকুরের মতো থাকতে হবে',দিল্লি যাওয়ার আগে বিস্ফোরক সৌমিত্র

More SUVENDU ADHIKARI News  

Read more about:
English summary
TMC leader Kunal Ghosh target Suvendu Adhikari on meeting with PM Narendra Modi