সম্প্রতি চিনা বাজারে প্রকাশ করা হয়েছে Vivo Y53s 5G স্মার্টফোন। সংস্থার তরফে গতবছর লঞ্চ হওয়া Vivo Y52s এর উত্তরসূরী হিসেবে নতুন ফোনটিকে বাজারে প্রকাশ করা হয়েছে । সাশ্রয়ী মূল্যের এই নয়া ফোনে 5G সংযোগের সঙ্গে রয়েছে একটি Qualcomm Snapdragon 480 SoC ব্যবস্থা। পাশাপাশি গ্রাহকরা Vivo Y53s 5G স্মার্টফোনে একটি ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য একটি ডিসপ্লে নোচের পরিষেবাও পাবে। তিনটি রঙের সম্ভারের সঙ্গে দুটি স্টোরেজের বিকল্প নিয়ে বাজারে আত্মপ্রকাশ করেছে Vivo নতুন স্মার্টফোনটি।

সদ্য লঞ্চ হওয়া Vivo Y53s স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে CNY 1,799, ভারতীয় মূল্যে যা ২০,৫০০ টাকা। অন্যদিকে আরেকটি স্টোরেজের বিকল্প অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজের দাম রয়েছে CNY 1,999, ভারতীয় মূল্যে যার দাম প্রায় ২২,৮০০ টাকা। ১১ জুন থেকে চিনের বাজারে Vivo Y53s 5G স্মার্টফোনের বিক্রি প্রক্রিয়া শুরু করবে সংস্থা। তবে নতুন ফোনটির আন্তর্জাতিক বাজারে উপলভ্যতার কোনও তথ্য এখনও ভাগ করা হয়নি । Iridescent, Sea Salt, এবং Starry Night রঙের সম্ভারে গ্রাহকরা পাবে সংস্থার নতুন ফোনটি।

Vivo Y53s বৈশিষ্ট্য

একটি ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে একটি ৯০ হার্জ রিফ্রেস রেটের ব্যবস্থা থাকছে সংস্থার নতুন Vivo Y53s স্মার্টফোনে। পাশাপাশি চালনা করার জন্য রাখা হয়েছে Android 11 এর ওপর ভিত্তি করে OriginOS 1.0 ব্যবস্থা। স্টোরেজের জন্য একটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ পাবে গ্রাহকরা।

ক্যামেরার জন্য Vivo Y53s 5G ফোনে মিলবে একটি dual rear ক্যামেরা সেটআপের ব্যবস্থা। এই সেটআপে যুক্ত থাকবে একটি 64-megapixel primary সেন্সারের সঙ্গে একটি f/1.79 লেন্স। তবে সংস্থার তরফে সেকেন্ডারি সেন্সারের বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি। অন্যদিকে সেলফি ক্যামেরার জন্য রয়েছে একটি সিঙ্গেল সেলফি শুটারের সঙ্গে f/2.0 অ্যাপার্চারের পরিষেবা। এছাড়াও Vivo Y53s 5G ফোনে থাকছে একটি 5,000mAh ব্যাটারি পরিষেবা, যা ১৮ ওয়াট দ্রুত চার্জিংকে সমর্থন করে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.