মোদীর সঙ্গে সাক্ষাৎ
আজ প্রধানমন্তরী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই দিল্লিতে পৌঁছেছেন তিনি। গতকালই অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। বিকেলে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।
প্রধানমন্ত্রীর সঙ্গে কোন বিষয়ে আলোচনা
সূত্র মারফৎ খবর মিলেছে রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কথা বলার জন্যই রাজ্যের বিরোধী দলনেতাকে দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য ইয়াসের ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে কলাইকুণ্ডার রিভিউ মিটিংয়েও শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছিল। তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেননি সেই বৈঠকে।
শুভেন্দুর অভিযোগ
গতকাল অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করেছেন রাজ্যের ৩৫৬ ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘর ছাড়া অসংখ্য মানুষ। তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
বেসুরো নেতারা
শুভেন্দু যখন দিল্লিতে মোদী-শাহের দরবারে ঠিক তখনই রাজ্যে একের পর এক বিজেপি নেতা বেসুরো হতে শুরু করেছেন। গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করে সরাসরি বিজেপির নীতির সমালোচনা করেছেন। বারবার দিল্লিতে ছোটা আর ৩৫৬ ধারা জারির ভয় দেখানো মানুষ ভাল করে নেয়নি বলে অভিযোগ করেছে রাজীব। এমনকী বিজেপি উগ্র হিন্দুত্ববাদ নিয়ে প্রচারও মানুষ ভাল চোখে নেয়নি। সব্যসাতী দত্তও বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।