দলবদলু নেতারা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বহরমপুরে বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই অভিষেকে কণ্ঠে উঠে আসে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কথা। তখনই তিনি মন্তব্য করেন, বিজেপি ১০ জন নেতাকে এক ছাতার তলায় আনতে পারে না। উল্লেখ্য ভোটের পর থেকেই দলবদলু নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন।
অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর দেখা যাচ্ছে না বহিরাগতদের
অভিষেক বলেন, বহিরাগতরা আসেন, আর ভাষণ দিয়ে চলে যান। ওঁরা বলেন আর আমরা করি। যাঁরা কলাপাতায় ভাত খেতেন আর খাটিয়ায় বলে ছবি তুলতেন, তাঁদের কি আর দেখা যাচ্ছে! তাঁদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আর দেখা যাচ্ছে না। ভোটের সময় ছাড়া ওদের দেখা যায় না। আমরা সবসময় থাকি।
শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতেও ছাড়লেন না অভিষেক
এদিন শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতেও ছাড়েননি অভিষেক। অভিষেক বলেন, উনি জ্ঞান হারিয়েছেন। তাই উল্টোপাল্টা সব বলছেন। আগে নিজেদের দ্বন্দ্ব মেটান, তারপর অন্য কথা বলতে আসবেন। এদিন বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে অভিষেক বলেন, নিশ্চিন্ত থাকুন, তৃণমূল আপনাদের পাশে সারা জীবন থাকবে।
হেভিওএয়েট অনেক নেতাকে নিয়ে জল্পনা বিজেপিতে
উল্লেখ্য, বঙ্গ বিজেপিতে ডামাডোল চলছে নির্বাচন শেষ হওয়ার পর থেকে। নির্বাচনের আগে দলবদলে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের বেশিরভাগই আবার তৃণমূলে ফিরতে চাইছেন। অনেকে এর মধ্যে আবেদন করে বসে আছেন। আর হেভিওএয়েট অনেক নেতাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকী মুকুল রায, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও আছেন সেই তালিকায়!