কলকাতা: করোনা সংক্রমন থেকে বাঁচতে ভ্যাকসিন হল একমাত্র উপায় এমনটাই জানা গিয়েছিল। করোনা ভ্যাকসিন (corona vaccine) বিষয়ক যাবতীয় খুঁটিনাটি ও ভ্যাকসিনেশন (vaccination) এর জন্য স্লট বুকিং (slot booking) এর জন্য কোউইন (CoWin) নামের একটি পোর্টাল চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বিস্তর অভাব অভিযোগ থাকলেও এই পোর্টাল থেকে ভ্যাকসিন স্লট বুক থেকে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করা, সবই হচ্ছিল এই পোর্টালের মাধ্যমে। ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর মধ্যে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি, তার পাল্টা রাজ্যের টাকায় কেনা ভ্যাকসিন দিলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেওয়া ভ্যাকসিনেশন সার্টিফিকেট মিলছিল। এবার কেন্দ্রের কোউইন পোর্টালের পাল্টা ভ্যাকসিন নিয়ে নতুন পোর্টাল চালু করার পথে রাজ্য সরকার। আজ থেকে চালু হওয়ার কথা এই পোর্টালটির। পোর্টালটির নাম বেনভ্যাক্স (Benvax)। বেঙ্গলের থেকে ‘ বেন’ ও ভ্যাকসিনের ‘ ভ্যাক্স’ শব্দ দুটি জুড়ে হয়েছে এর নামকরণ।

জানা গেছে যে টিকাকরন নিয়ে যাবতীয় তথ্যের পাশাপাশি এই পোর্টাল থেকে টিকা সংক্রান্ত গবেষণার যাবতীয় তথ্য মিলবে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে পাওয়া যাবে তার যাবতীয় তথ্য এই পোর্টাল মারফত গ্রাহককে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। আর কেউ যদি ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করে থাকেন তবে এই পোর্টাল মারফত জানা যাবে যে কবে, কোন সময়ে ও কোথায় ভ্যাকসিন নিতে যেতে হবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই পোর্টালের মাধ্যমে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি সম্বলিত সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা থাকলেও, পরে কোভিড (Covid) চিকিৎসার ডেটাবেস (database) হিসেবে এই পোর্টালকে ব্যবহার করার সিদ্ধান্ত হয়। বেনভ্যাক্স পোর্টালে কাকে কোন ভ্যাকসিন দেওয়া হল, সুপার স্প্রেডার হিসেবে চিহ্নিত করে কাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোথায় মিলবে কোভিশিল্ড (Covishield), কোথায় পাওয়া যাবে কোভ্যাকসিন (Covaxin) এই জাতীয় যাবতীয় তথ্য মিলবে এই পোর্টালে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.