নয়াদিল্লি: সোমবার বিশ্বকাপ কোয়ালিফায়ারে(WC Qualifiers) বাংলাদেশের(Bangladesh) বিরুদ্ধে জোড়া গোলে একাধিক রেকর্ড নিজের নামে করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী(Sunil Chhetri)। কিন্তু তার মধ্যে যেটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা সেটি অবশ্যই আন্তর্জাতিক সার্কিটে গোলের নিরিখে লিওনেল মেসিকে(Lionel Messi) টপকে যাওয়া। আর্জেন্তাইন ফুটবল মায়েস্ত্রোকে টপকে নিজের গোল ট্যালিকে ৭৪-এ তুলে এনেছেন সুনীল। অর্থাৎ,ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano Ronaldo) পর বিশ্বে এখন সক্রিয় সর্বাধিক গোলস্কোরার সুনীলই। স্বভাবতই এমন এক কীর্তির পর সুনীল ঠিক কী ভাবছেন, প্রশ্ন অনুরাগীদের।

বাংলাদেশ ম্যাচের পর যদিও সুনীল বলেছিলেন তিনি ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবিত নন মোটেই, তাঁর কাছে দলের জয়ই শেষ কথা। আর দিনদু’য়েক বাদে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে(India Today)-কে ভারত অধিনায়ক জানালেন, তাঁর সঙ্গে লিওনেল মেসির কোনও তুলনাই চলে না। অন্যান্য সকল ফুটবলারের মতো তিনিও বার্সেলোনা ফরোয়ার্ডের একজন অন্ধ ভক্ত।

ছেত্রী বলেছেন, ‘মেসি, রোনাল্ডো এঁদের সঙ্গে কোনও তুলনাই চলে না। যারা ফুটবলটা বোঝেন তারা জানবেন। হাজারো ফুটবলার আছেন এই পৃথিবীতে যারা আমার চেয়ে ভালো ফুটবলার এবং তারা প্রত্যেকেই মেসির অনুরাগী। তাহলেই বুঝুন তুলনাটা।’

এরপর ভারত অধিনায়ক জানান ম্যাচের আগে মানসিকভাবে কীভাবে নিজেকে প্রস্তুত করেন সেব্যাপারে। ছেত্রী বলেন, মাঠে নামার পর থেকে পুরো মনোসংযোগ খেলার উপরেই রাখার চেষ্টা করেন তিনি। একইসঙ্গে ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া(Social Media) এড়িয়ে চলেন বলেও জানান তিনি। ছেত্রীর কথায়, ‘ম্যাচ শুরু হওয়ার পর এক মুহূর্তের জন্যও অন্য কিছু ভাবিনা। কীভাবে গোল করব, দৌড়ব এসবই মাথায় ঘুরতে থাকে। গোল মিস করলে ঠিক আছে ফের নিজেকে গোলের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইসব খুঁটিনাটি বিষয়গুলোই মাথায় ঘোরে।’

ভারত অধিনায়ক আরও বলেন, ‘ম্যাচের আগে আমি নিজের এবং দলের অন্যান্য কোনও ফুটবলারের সম্পর্কে আমি যে কোনও বিশ্লেষণ এড়িয়ে যাই। আমার সমালোচকেরাও জানেন আমি ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া এড়িয়ে যাই। কারণ দিনের শেষে আমি একজন মানুষ এবং এইসব বিষয়গুলো আমায় প্রভাবিত করে। যা একেবারেই উচিৎ নয়। তাই সবকিছু দূরে সরিয়ে আমি ম্যাচটাকে শুধু ম্যাচ হিসেবে গ্রহণ করি।’

উল্লেখ্য, ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশকে হারিয়ে ২০২৩ এশিয়ান কাপের পরের রাউন্ডে সরাসরি পৌঁছনোর আশা বাঁচিয়ে রেখেছে ভারত। ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের(Afghanistan) মুখোমুখি হবে ভারত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.