মমতাকে আটকাতে তৃণমূল থেকে আসা নেতাদের নিয়েই টিম সাজাচ্ছে বিজেপি

শুভেন্দু, সৌমিত্র, নিশীথ, অর্জুন সিং এই চার নেতাকেই সামনে রেখে আগামীর লড়াই সাজাচ্ছে বিজেপি। গত তিন চারদিন ধরে দিল্লিতে আছেন বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য থেকে আরও তিন নেতা উড়ে গিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। এবং চার নেতাই তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। এছাড়াও বুধবার দিল্লি গিয়েছেন সৌরভ সিকদার।

লোহা দিয়ে লোহা কাটবে বিজেপি

একুশের ফলের পর বঙ্গ-বিজেপি থেকে তৃণমূলে ফেরার হিড়িক লেগেছে৷ সম্প্রতি বেসুরো হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা৷ তাই তৃণমূল থেকে দলে আসা নেতাদের দলে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ভাঙন রোখার চেষ্টা করছে বিজেপি৷ সূত্রের খবর এরজন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব দেওয়া নিয়েও আলোচনা হয়েছে।

আরও কেন্দ্রীয় মন্ত্রী পেতে পারে বাংলা!

বিজেপি সূত্রের খবর সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং এই দু'জনকেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিতে পারে বিজেপি৷ এই কারনেই দিল্লিতে ডাকা হয়েছে তাদের৷ পাশাপাশি সৌমিত্র মন্ত্রিত্ব পেলে তাঁর জায়গাতে বঙ্গ-বিজেপির যুব মোর্চার দায়িত্ব দেওয়া হতে পারে নিশীথ প্রামাণিককে৷ শেষ লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮ টি এমপি দিয়েছিল বাংলা৷ কিন্তু তারপরও দিল্লি দরবারে সেরকম মন্ত্রিত্ব জোটেনি বাংলার ভাগে৷ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী রায়চৌধুরীকে প্রতিমন্ত্রী করেছিলেন মোদী। এ নিয়ে বিরোধীদের পাশাপাশি দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠেছে৷ এবার সেই প্রশ্নের জবাব দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি৷ তবে শুধু এরাই নন দিলীপ ঘোষ এবং লকেট চ্যাটার্জিও রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিত্বের দৌড়ে৷

কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি!

সৌমিত্র খাঁ, অর্জুন সিং-রা তৃণমূল থেকে দলে এসেছেন৷ বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফেরায় এদের উপরই সবচেয়ে বেশি চাপ তৈরি করতে চাইবে রাজ্যের শাসক দল৷ এই চাপ আটকে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের বার্তা দিতে কেন্দ্রী মন্ত্রী /প্রতিমন্ত্রী পদের আপাতত কোনও বিকল্প নেই৷ পাশাপাশি রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে বাংলার মানুষকে পাশে থাকার বার্তা দিতে চাইছে বিজেপি৷ তেমনই বিরোধীদের, 'বিজেপি বাঙালির দল নয়' এই কটাক্ষেরও জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোদী-শাহ।

বিজেপি সূত্রের খবর সৌরভ সিকদারকেও দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ তাঁকে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনতে চলেছে বিজেপি।

More BJP News  

Read more about:
English summary
BJP articulate new strategy to combat TMC in Bengal
Story first published: Wednesday, June 9, 2021, 23:01 [IST]