লোহা দিয়ে লোহা কাটবে বিজেপি
একুশের ফলের পর বঙ্গ-বিজেপি থেকে তৃণমূলে ফেরার হিড়িক লেগেছে৷ সম্প্রতি বেসুরো হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা৷ তাই তৃণমূল থেকে দলে আসা নেতাদের দলে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ভাঙন রোখার চেষ্টা করছে বিজেপি৷ সূত্রের খবর এরজন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব দেওয়া নিয়েও আলোচনা হয়েছে।
আরও কেন্দ্রীয় মন্ত্রী পেতে পারে বাংলা!
বিজেপি সূত্রের খবর সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং এই দু'জনকেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিতে পারে বিজেপি৷ এই কারনেই দিল্লিতে ডাকা হয়েছে তাদের৷ পাশাপাশি সৌমিত্র মন্ত্রিত্ব পেলে তাঁর জায়গাতে বঙ্গ-বিজেপির যুব মোর্চার দায়িত্ব দেওয়া হতে পারে নিশীথ প্রামাণিককে৷ শেষ লোকসভা নির্বাচনে বিজেপিকে ১৮ টি এমপি দিয়েছিল বাংলা৷ কিন্তু তারপরও দিল্লি দরবারে সেরকম মন্ত্রিত্ব জোটেনি বাংলার ভাগে৷ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী রায়চৌধুরীকে প্রতিমন্ত্রী করেছিলেন মোদী। এ নিয়ে বিরোধীদের পাশাপাশি দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠেছে৷ এবার সেই প্রশ্নের জবাব দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি৷ তবে শুধু এরাই নন দিলীপ ঘোষ এবং লকেট চ্যাটার্জিও রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিত্বের দৌড়ে৷
কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বিজেপি!
সৌমিত্র খাঁ, অর্জুন সিং-রা তৃণমূল থেকে দলে এসেছেন৷ বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফেরায় এদের উপরই সবচেয়ে বেশি চাপ তৈরি করতে চাইবে রাজ্যের শাসক দল৷ এই চাপ আটকে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের বার্তা দিতে কেন্দ্রী মন্ত্রী /প্রতিমন্ত্রী পদের আপাতত কোনও বিকল্প নেই৷ পাশাপাশি রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে বাংলার মানুষকে পাশে থাকার বার্তা দিতে চাইছে বিজেপি৷ তেমনই বিরোধীদের, 'বিজেপি বাঙালির দল নয়' এই কটাক্ষেরও জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোদী-শাহ।
বিজেপি সূত্রের খবর সৌরভ সিকদারকেও দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ তাঁকে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনতে চলেছে বিজেপি।