ব্রাসিলিয়া: শেষ মুহূর্তে তাদের দেশে টুর্নামেন্ট হওয়ার সিদ্ধান্তে খুশি নয় ব্রাজিলের জাতীয় ফুটবল টিম (Brazil’s national football team)৷ তবে কোপা আমেরিকা(Copa America) খেলতে রাজি হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ সম্ভবত বুধবারই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করতে পারে ব্রাজিল ৷
করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিলে শেষ মুহূর্তে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্তে মোটেই খুশি নন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা৷ এ নিয়ে সোশাল মিডিয়ায় লাতিন আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (South American Football Confederation) কনমেবল (CONMEBOL)-এর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশও করেছেন৷ ব্রাজিল দলের মুখপাত্র তথা জনপ্রিয় প্রাক্তন ফুটবলার কার্লোস হেনরিক ক্যাসিমিরো (Carlos Henrique Casimiro) জানিয়েছেন, ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা(Thiago Silva) কোপা আমেরিকা আয়োজনের সম্পূর্ণভাবে বিরোধী। এছাড়াও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার(Neymar), থিয়াগো এবং ক্যাসিমিরো তিনজন কোপা আয়োজন নিয়ে অংশগ্রহণকারী বাকি দলের অধিনায়কদের মতামত জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও শোনা গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে রাজি হয়েছে ব্রাজিল৷
লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্তিনা(Argentina) ও কলম্বিয়ায়(Colombia) হওয়ার কথা ছিল কোপা আমেরিকা টুর্নামেন্ট৷ কিন্তু দেশের সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কলম্বিয়ায় কোপা আমেরিকার ম্যাচ আয়োজন না-করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (CONMEBOL)৷ আর করোনাভাইরাসের কারণে আর্জেন্তিনা সরকার লকডাউন ঘোষণা করায় লিওনেল মেসির দেশেও টুর্নামেন্ট না-করার কথা ঘোষণা করে কনমেবল (CONMEBOL)৷ এর কয়েকদিনের মধ্যেই ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেয় লাতিন আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা৷
কোভিড-১৯(COVID-19) বিপর্যস্ত সাম্বার দেশ৷ ইতিমধ্যেই মারণ এই ভাইরাসে ব্রাজিলে মারা গিয়েছে ৪ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষ৷ এই মহামারী নিয়ে আতঙ্কিত ব্রাজিলিয়ান ফুটবলারাও৷ তাই তাদের সঙ্গে আলোচনা না-কের ব্রাজিলিয়ান সকার কনফেডারেশনের প্রেসিডেন্ট রোজেরিও কাবোকলোর (Rogerio Caboclo) ক্ষোভ প্রকাশও করেছেন ফুটবলাররা৷ প্লেয়ারদের তরফে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, “We are workers, professional footballers. We have a mission to take with the historic green and yellow shirt that won the World Cup five times. We are against the organisation of Copa America, but we will never say no to the Brazilian national team.”
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.