বজ্রঘাতে মৃতের বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা অভিষেকের, জননেতা হয়ে ওঠার চেষ্টা

বজ্রাঘাতে মৃত অভিজিৎ বিশ্বাসের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে গিয়ে তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সর্বদা পাশে থাকার বার্তা দেন। অভিজিৎ বিশ্বাসের নাবালক ছেলেকে জড়িয়ে ধরেন অভিষেক। দলের সাধারণ সম্পাদক হওয়ার পর এভাবেই তিনি মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। চেষ্টা করছেন জননেতা হয়ে ওঠার।

প্রহ্লাদ মুরারির বাড়িতেও যান অভিষেক। এভাবেই একে একে এদিনে মুর্শিদাবাদে বজ্রাঘাতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করেন। রঘুনাথগঞ্জে একই জায়গায় সমস্ত পরিজনদের জড়ো করা হয়েছে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করবেন। দিদির দূত হয়ে তিনি বার্তা দেবেন মৃতদের পরিজনদের উদ্দেশে।

National Gen Secy, Shri @abhishekaitc reaches Berhampore.

He is meeting with the family members of those who lost their lives owing to severe lightning strikes across the state. pic.twitter.com/xNXFl0Nl74

— All India Trinamool Congress (@AITCofficial) June 9, 2021

বহরমপুর ও রঘুনাথগঞ্জে যাঁরা মারা গিয়েছেন বজ্রপাতে, তাঁদের অধিকাংশই পরিবারের একমাত্র রোজগেরে। সেইমতো সরকারি ক্ষতিপূরণ তাঁরা পাবেন। কেন্দ্র ও রাজ্য উভয় তরফের সাহায্যই মিলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির দূত হয়ে এইসব পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। তৃণমূল যে মানুষের পাশে থাকে সমস্ত বিপর্যয়ে, তাই বুঝিয়ে যান।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষকেরই! বড় ধাক্কা রাহুল-প্রিয়াঙ্কা শিবিরেকংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষকেরই! বড় ধাক্কা রাহুল-প্রিয়াঙ্কা শিবিরে

অভিষেক স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে বলেন, চাকরির আবেদন জানিয়েছে মৃতদের পরিবার। আমরা সেই আবেদন শুনেছি। আমাদের দল, আমাদের সরকার কাজে বিশ্বাসী। মুখের কথায় নয়। বহিরাগতরা আসে, আবার চলে যায় কলাপাতায় পাত পেড়ে খেয়ে। মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস।

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Abhishek Banerjee meets to stay beside the family who is dead due to thunder and lightning