টানা ২৭ দিন ধরে রাজ্যে বেড়েই চলেছে করোনাযয় দৈনিক সুস্থতার সংখ্যা। আজও দেশে করোনায় সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন হয়েছে। করোনা সংক্রমিত হয়েছে ৯২,৫৯৬ জন। অর্থাৎ দৈনিক করোনা সংক্রমণ আজও ১ লক্ষের নীচে বলে জানা গিয়েছে।
গতকালের েচয়ে সামান্য বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল যেখানে ৯০ হাজারের নীচে ছিল করোনা ভাইরাসের সংক্রমণ সেখানে আজ ৯০ হাজারের উপরে উঠেছে করোনা সংক্রমণ। তবে বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা। করোনা সংক্রমণে টানা ২৭ দিন ধরে কমছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১, ৬২,৬৬৪ জন। কমেেছ মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২২১৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখ ৩,৫৩,৫২৮ জন। দেশে এখনমোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৯০,৮৯,০৬৯ জন।
এদিকে অগস্ট মাসে দিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। তারপরেই বেসরকারি হাসপাতালগুলিতে করোনা টিকার দাম বেধে দিয়েছে কেন্দ্র। কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক-ভি থেকে সব ভ্যাকসিনের দাম এবং সার্ভিস ট্যাক্স বেধে দিয়েছে কেন্দ্র।
এদিকে একাধিক রাজ্য করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে করোনা লকডাউনে ছাড় ঘোষণা করা হয়েছে। একাধিক ক্ষেত্র সচল করে দেওয়া হয়েছে। একের পর একের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দিল্লিতে ফের মেট্রো চলতে শুরু করে দিয়েছে।