শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক ও কোচের নাম মোটামুটি ঠিক, কেবল ঘোষণার অপেক্ষা?

বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের অনুপস্থিতিতে আগামী জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। কার্যত টিম ইন্ডিয়ার ওই বি দলের অধিনায়ক ও কোচ কে হতে চলেছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটতে চলেছে। কারণ এই দুই গুরু দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে বিসিসিআই কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক

লড়াই ছিল মূলত চার ক্রিকেটারের মধ্যে। শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং শ্রেয়স আইয়ারের মধ্যে কার হাতে শ্রীলঙ্কাগামী ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে এ ব্যাপারে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উদ্যোগী হয়েছে বলে এক সূত্রের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, ধাওয়ানকেই লঙ্কা সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচন করা হতে পারে।

শ্রীলঙ্কা সফরে ভারতের কোচ

যে সময় ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা, সে সময় ইংল্যান্ডে থাকবেন হেড কোচ রবি শাস্ত্রী ও তাঁর সহযোগীরা। ফলে কথা মতোই কিংবদন্তি রাহুল দ্রাবিড় লঙ্কা সফরে টিম ইন্ডিয়াকে প্রশিক্ষণ দিতে চলেছেন বলে সূত্রের খবর। যিনি বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধানের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা দ্রাবিড়ের কোচিং দক্ষতা নিয়ে কারও মনে কোনও সংশয় নেই।

ভারত বনাম শ্রীলঙ্কা

বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা যখন ইংল্যান্ডে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নেবেন, তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলবেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ারা। ১৩ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ এবং ১৮ জুলাই দুই দলের পরের দুটি ওয়ান ডে ম্যাচ হবে। ২১, ২৩ এবং ২৫ জুলাই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক সপ্তাহ অনুশীলন?

জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কায় জৈব সুরক্ষা বলয়ের অধীনে অন্তত সাত দিন অনুশীলন করার সুযোগ পাবে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়াদের প্রস্তুতি শিবির আয়োজিত হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। তবে করোনা ভাইরাসের আবহে তা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

More SHIKHAR DHAWAN News  

Read more about:
English summary
Shikhar Dhawan likely to lead India team for Sri Lanka tour in July, says report
Story first published: Wednesday, June 9, 2021, 13:25 [IST]