শুভেন্দু দিল্লিতে যাচ্ছেন খবর ছিল না দিলীপের কাছে
সোমবার দলের শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে যান শুভেন্দু অধিকারী। মিডিয়ার কাছে সেই তথ্য চলে এলেও, বিষয়টি নাকি জানতেন না রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি পরিষ্কারই জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রার কোনও খবর তাঁর কাছে ছিল না। আর মঙ্গলবার হেস্টিংসে বৈঠকের আগে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী তো জানেন মিটিং আছে। তাও তিনি দিল্লি চলে গিয়েছেন। এব্যাপারে দিল্লির নেতারাই বলতে পারবেন তেন শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছেন।
সংগঠনের নেতাকে জানিয়ে দিল্লিতে
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষের করা মন্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সময় রাজ্যের বিরোধী দালনেতা বলেন, তিনি দিল্লি রওনা হওয়ার আগে অমিতাভ চক্রবর্তীকে ( রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, সংগঠন) জানিয়েছেন। এদিন তিনি বলেছেন, দিলীপ ঘোষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন তিনি। কেননা দুজনেই মেদিনীপুরের ছেলে। দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
দিলীপ-মুকুল নয়, শুভেন্দুকেই বেছেছে কেন্দ্রীয় নেতৃত্ব
মঙ্গলবার অমিত শাহ বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর এদিন দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রায় ৪৫ মিনিটের মতো বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর অনুযায়ী এদিন দুজনের মধ্যে আগামী দিনে রাজ্যে বিজেপি কোন পথে এগোবে না নিয়ে আলোচনা হয়েছে। এদিন সন্ধেয় ফের অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। এর আগে দিলীপ ঘোষ কিংবা মুকুল রায়ের সঙ্গে একান্তে বৈঠক করতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফলে এদিনের বৈঠক নিয়ে বিজেপির অন্দরমহলে জল্পনা তুঙ্গে উঠেছে। এক্ষেত্রে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে নন্দীগ্রামের বিধায়ককেই বেশি গুরুত্ব দিচ্ছে তা পরিষ্কার হয়ে গিয়েছে অনেকের কাছেই।
তৃণমূল ত্যাগীদের নিয়েই এগনোর বার্তা
নির্বাচনের আগে বিজেপির অন্দরে আদি বিজেপি আর নব্য বিজেপি নিয়ে সংঘাত দেখা গিয়েছিল। সেই সময়েও শুভেন্দু অধিকারীকে যথেষ্টই গুরুত্ব দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছেন। যার জেরে তাঁর গুরুত্ব আরও বেড়েছে। এক্ষেত্রে তৃণমূল ত্যাগীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে সৌমিত্র খান, অর্জুন সিংদের। দিল্লিতে তাঁদের সঙ্গেও বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী এদিন রাতে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক করতে চলেছেন শুভেন্দু। এই পরিস্থিতিতে আগামী দিনে শুভেন্দু অধিকারীই রাজ্য বিজেপির শীর্ষ পদে বসতে চলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।