প্রিয় ফরাসি ওপেনের ১৪তম সেমিফাইনালে নাদাল, শেষ চারে ক্রেজসিকোভা-সাকারি

পছন্দের ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। এবারেরটা নিয়ে মোট ১৪ বার। সবমিলিয়ে ফরাসি ওপেনে মোট ১০৫টি ম্যাচ জিতলেন কিংবদন্তি। বুধবারের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানকে হারিয়ে ৩৫ বার গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে পৌঁছালেন ক্লে কোর্টের রাজা। টুর্নামেন্টের মহিলাদের বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন চেকের বারবোরা ক্রেজসিকোভা। শেষ চারে পৌঁছেছেন গ্রিসের মারিয়া সাকারি।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের দশ নম্বর টেনিস তারকা দিয়েগো স্কোয়ার্টজম্যানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রাফায়েল নাদাল। ম্যাচের প্রথম গেম ৬-৩ ফলাফলে জিতে যান স্পেনের তারকা। তবে দ্বিতীয় সেটেই ফিরে আসেন দিয়েগো। ৬-৪ গেমে ওই মোকাবিলা জিতে নাদালকে ধাক্কা দেন আর্জেন্তেনিয়। সেখান থেকে শিক্ষা নিয়ে শেষ দুটি সেটে প্রতিপক্ষকে মাথা তুলতে দেননি ক্লে কোর্টের রাজা।

ম্যাচের তৃতীয় সেট ৬-৪ গেমের ব্যবধানে জেতেন নাদাল। প্রতিপক্ষের একটি সার্ভিস তিনি ব্রেক করেন। চতুর্থ সেটে প্রতিপক্ষকে কোনও গেমই জিততে দেননি নাদাল। নোভাক জকোভিচ ও মাতেও বেরেতিনির মধ্যে চতুর্থ কোয়ার্টার ফাইনাল যে জিতবেন, সেমিফাইনালে তাঁর সঙ্গে দেখা হবে রাফায়েল নাদালের।

1️⃣0️⃣5️⃣ wins (& counting...)@RafaelNadal clinches a hard-fought win over Schwartzman 6-3, 4-6, 6-4, 6-0. He'll face Djokovic or Berretini in his 14th #RolandGarros SF 👊 pic.twitter.com/GAf9kjOkfz

— Roland-Garros (@rolandgarros) June 9, 2021

মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে আমেরিকার কোকো গ্রাউফকে হারিয়ে দিয়েছেন চেকের বারবোরা ক্রেজসিকোভা। ম্যাচের প্রথম সেট টাইব্রেকারে গড়ায়। ৭-৬(৮-৬) ফলাফলে মোকাবিলা জেতেন বারবোরা। দ্বিতীয় সেটে লড়াই করার সুযোগ পাননি মার্কিনি। ৬-৩ গেমে ওই সেটও জিতে যান চেকের তারকা। অন্য কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ইগা সুইয়াটেককে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন গ্রিসের মারিয়া সাকারি।

More FRENCH OPEN News  

Read more about:
English summary
Rafael Nadal enters into the semi final of French Open 2021
Story first published: Wednesday, June 9, 2021, 22:25 [IST]