প্যারিস: ইউরোর(Euro 2020) প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্স(France) শিবিরে অশনি সংকেত। মঙ্গলবার বুলগেরিয়ার(Bulgaria) বিরুদ্ধে ইউরোর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা(Karim Benzema)। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়েলসকে(Wales) প্রথম প্রস্তুতি ম্যাচে হারানোর পর এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বুলগেরিয়াকে ৩-০ গোলে হারাল ‘দ্য ব্লুজ’। কিন্তু সেই জয়ে কাঁটা হয়ে রইল তারকা স্ট্রাইকারের চোট।
বুলগেরিয়ার বিরুদ্ধে এদিন ম্যাচের ৩৭ মিনিটে চোট পান ফরাসি স্ট্রাইকার। বিপক্ষ ডিফেন্ডার ইভান তুরিতসভের(Ivan Turitsov) সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত লাগে তাঁর। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। পরিবর্ত হিসেবে মাঠে নামেন অলিভিয়ের জিরু(Olivier Giroud)। মেডিক্যাল স্টাফেদের সঙ্গে মাঠ ছাড়েন বেনজেমা। তাঁর চোট কতোটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি, তবে ৩৩ বছরের স্ট্রাইকারের চোটে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা ফরাসি শিবির।
কোচ দিদিয়ের দেশঁ(Didier Deschamps) ম্যাচের পর জানিয়েছেন, ‘হাঁটুর উপর মাংসপেশিতে আঘাত পেয়েছে বেনজেমা। ওঁর মনে হয়েছে পেশি শক্ত হয়ে গিয়েছে তাই আমরা আর কোনও ঝুঁকি নিইনি। আপাতত ওঁ মেডিক্যাল স্টাফেদের তত্ত্বাবধানেই রয়েছে। উল্লেখ্য, ৬ বছর পর ফ্রান্সের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে করিম বেনজেমার। যৌন কেলেঙ্কারিতে(Sex Scandal) জড়িয়ে ২০১৫ জাতীয় দল থেকে বহিষ্কার হতে হয়েছিল তাঁকে। সাম্প্রতিক সময়ে ‘লস ব্ল্যাঙ্কোস'(Los Blancos)-দের হয়ে তাঁর চোখধাঁধানো গোলস্কোরিং রেকর্ড দেখে তাঁকে দূরে ঠেলে রাখতে পারেননি জাতীয় কোচ।
গত সপ্তাহে ওয়েলসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল জাতীয় দলের জার্সিতে। কিন্তু পেনাল্টি নষ্ট করে প্রত্যাবর্তন স্মরণীয় রাখতে পারেননি তিনি। তাঁর একটি প্রয়াস পোস্টে লেগেও প্রতিহত হয়। তবুও বেনজেমার পারফরম্যান্সে যথেষ্ট আশ্বস্ত হয়েছিলেন দেশঁ। স্বাভাবিকভাবেই তারকা স্ট্রাইকারের চোটে চিন্তায় গোটা শিবির। যদিও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও এদিন সহজ জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা। বেনজেমার পরিবর্ত হিসেবে নেমে এদিন দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন জিরু। এর আগে প্রথমার্ধে আতোয়াঁ গ্রিজম্যানের(Antoine Griezmann) গোলে এগিয়ে ছিল তারা।
সবমিলিয়ে জোড়া প্রস্তুতি ম্যাচে জয় নিয়েই মূলপর্বে প্রবেশ করছে দু’বারের ইউরো চ্যাম্পিয়নরা। ‘গ্রুপ অফ ডেথে’ তাদের সঙ্গে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল(Portugal), জার্মানি(Germany) এবং হাঙ্গেরি(Hungary)। ১৬ জুন জার্মানির বিরুদ্ধে প্রথম ম্যাচ পোগবাদের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.