টোকিও অলিম্পিক্সে ব্র্যান্ডহীন পোশাক পড়বেন ভারতীয় অ্যাথলিটরা। মঙ্গলবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র তরফে এক বিবৃতি জারি করে চিনা স্পনসর লি নিং-এর সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা জানানো হয়েছে। দেশের মানুষের আবেগকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইওএ সভাপতি নরিন্দর বাত্রা।
গত সপ্তাহে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র তরফে পিভি সিন্ধু, বজরং পুনিয়া, সৌরভ চৌধুরীদের টোকিও অলিম্পিক্সের নতুন কিট উন্মোচন করা হয়েছিল। সেটি তৈরি করেছিল চিনা সংস্থা লি নিং। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির বাতাবরণে আইওএ-র পদক্ষেপ নিয়ে ভারতব্যাপী সমালোচনা শুরু হয়েছিল। সীমান্তে ভারতীয় জওয়ানদের হত্যা করা চিনের সঙ্গে কোনও রকম ব্যবসায়ীক সম্পর্ক না রাখারও দাবি তোলা হয়েছিল।
দেশজুড়ে তৈরি হওয়া অসন্তোষের বাতাবরণ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দেশের মানুষের আবেগের কথা চিন্তা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিরেণ রিজিজুর দফতর। ক্রীড়া মন্ত্রকের নির্দেশ মতোই চিনা সংস্থার তৈরি টোকিও অলিম্পিক্সের কিট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র সভাপতি নরিন্দর বাত্রা ও সচিব রাজীব মেহেতা। বক্তব্য, চিনা ব্র্যান্ডহীন পোশাক পরেই টোকিও ইভেন্টে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা। এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। অলিম্পিক্সগামী অ্যাথলিটদেরও এ ব্যাপারে সূচিত করা হয়েছে বলে আইওএ-র তরফে জানানো হয়েছে। গেমেসের আগে নতুন ব্র্যান্ডেরও খোঁজ চালাচ্ছে আইওএ।
টোকিওয় আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক্স। ৯ জুলাই পর্যন্ত চলার কথা ইভেন্ট। তার আগে দেশের অ্যাথলিটদের প্রস্তুতি ও কোভিড ১৯ টিকাকরণ সংক্রান্ত সব উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। সম্পূর্ণ প্রক্রিয়া সুনিপুণ ভাবে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-র সভাপতি নরিন্দর বাত্রা।