করাচি: ক্রিকেটের রানমেশিন বিরাট কোহলি (Virat Kohli) ও ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে(Lionel Messi) একই সূত্রে বেঁধে ফেললেন রামিজ রাজা(Ramiz Raja)৷ দু’জনেই নিজ নিজ সময়ে বিশ্বসেরা হয়েও দেশকে বড় ট্রফি দিতে পারেননি৷ প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC final) ফের নিজেকে প্রমাণ করার কোহলির সামনে দারুণ সুযোগ বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক৷
১৮ জুন সাউদাম্পটনের (Southampton) হ্যাম্পশায়ার বোলে(Hampshire Bowl) প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC final) মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড(India and New Zealand)৷ বিরাট কোহলির সামনে প্রথম আইসিসি ট্রফি জয়ে হাতছানি৷ অতীতে একাধিকবার আইসিসি ট্রফি জয়ের সুযোগ থাকলেও সফল হয়নি ক্যাপ্টেন কোহলি৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে (ICC Champions Trophy) পাকিস্তানের কাছে হারায় প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি কোহলির (Kohli)৷
ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে(World Cup 2019) সেমিফাইনালে নিউজিল্যান্ডের(New Zealand) কাছে হেরে ট্রফি জয়ের আশা শেষ হয়ে যায় কোহলির৷ এবারও বিরাটের সামনে নিউজিল্যান্ড৷ তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল(WTC final) কোহলির কাছে সর্বকালে সেরাদের মধ্যে স্থান করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ বলেই মনে করছেন প্রাক্তন পাক ক্যাপ্টেন৷
সম্প্রতি ইন্ডিয়া টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রামিজ রাজা(Ramiz Raja) বলেন, ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে(WTC final) দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ট্রফি জেতানোর দারুণ সুযোগ কোহলির সামনে। কোহলি ইতিমধ্যেই বিশ্বক্রিকেটের একজন লেজেন্ড৷ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে দেশকে ট্রফি দিতে পারলে ওর মুকুটে আরও একটি পালক যোগ হবে। এমন এক মঞ্চই কোহলিকে সর্বকালের সেরাদের মধ্যে স্থান করে দিতে পারে৷’
কোহলির ট্রফি জিততে না-পারার সঙ্গে লিওনেল মেসির তুলনা টানেন প্রাক্তন পাক অধিনায়ক। বিশ্বের সর্বোচ্চ স্তরের ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম হলেন কোহলি ও মেসি। দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে দারুণ সফল। কিন্তু তবে অধিনায়ক হিসাবে দেশকে এখনও কোন ট্রফি জেতাতে পারেননি৷ কোহলির মতোই মেসিও দেশকে বড় ট্রফি জিতে ব্যর্থ৷ রামিজ বলেন, ‘মেসির মতো বড় খেলোয়াড় এখনও পর্যন্ত আর্জেন্তিনার হয়ে বড় ট্রফি জিততে পারেনি৷ সবটাই টেম্পারমেন্ট৷ বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে পারফর্ম করা খেলোয়াড়দের দক্ষতা ও মানসিকতার আসল পরীক্ষা।’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.