মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সায়ন্তিকা

আমফানের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই গত ২৬ মে বুধবার প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে হিঙ্গলগঞ্জ বেশকিছু নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জ বিস্তীর্ণ এলাকা। শ্রী সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার হিঙ্গলগঞ্জ এ আসেন তৃণমূলের রাজ্য মহিলা সম্পাদিকা সায়ন্তিকা ঘোষ।

এদিন তিনি লেবুখালী লঞ্চ ঘাটে এসে লঞ্চে করে হিঙ্গলগঞ্জ রূপমারি সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এবং বেশ কিছু ত্রাণ শিবিরে ও তিনি জানান। সেখানে গিয়ে অসহায় মানুষদের নানারকম অসুবিধার কথা শোনেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন সায়ন্তিকা।

পাশাপাশি ওই সমস্ত অসহায় মানুষদের হাতে বিভিন্ন ধরনের শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন। শুধু খাদ্য-সামগ্রীই নয় করোনার কথা মাথায় রেখে ওই সমস্ত অসহায় মানুষদের হাতে মাক্স স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি করণা স্বাস্থ্যবিধি মেনে চলার বিশেষ অনুরোধ করেন তিনি।

More TMC News  

Read more about:
English summary
Trinamool Women Congress secretary distribute reliefs hingalganj
Story first published: Tuesday, June 8, 2021, 20:26 [IST]