কোপার আগেই সরতে পারেন নেইমারদের কোচ, সাসপেন্ড ব্রাজিল ফুটবলের বস

কোপা আমেরিকাকে ঘিরে অনিশ্চয়তার মেঘ ক্রমেই বেড়ে চলেছে। যৌন নির্যাতনের অভিযোগে কোপা আমেরিকা শুরুর আগেই এক মাসের জন্য সাসপেন্ড হলেন টুর্নামেন্টের আয়োজক ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান রোগারিও কাবোক্লো। কোপায় অংশ নিতে চাইছেন না ব্রাজিলের ফুটবলাররা, এই অবস্থায় ব্রাজিল মিডিয়ার দাবি, কোচ তিতেও সরে দাঁড়াতে পারেন। আর্জেন্তিনা খেললেও অনিশ্চিত লিওনেল মেসির অংশগ্রহণও।

কলম্বিয়ায় তীব্র অশান্তি ও আর্জেন্তিনায় করোনা পরিস্থিতির কারণে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব ব্রাজিলের উপর ন্যস্ত হয়। তারই মধ্যে ফুটবল কনফেডারেশনের তরফে আজ জানানো হয়েছে, যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ব্রাজিল ফুটবল সংস্থার সভাপতি কোবাক্লোকে ৩০ দিনের জন্য আপাতত সাসপেন্ড করেছে এথিক্স কমিটি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সেই সাসপেনশনের মেয়াদ বাড়তে পারে। কোবাক্লো নিজে এবং আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি কোপা আমেরিকা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন। ১৩ জুন থেকে কোপা আমেরিকা শুরু। তাঁর পরিবর্তে কোপা আমেরিকা আয়োজনের বিষয়টি দেখতে অন্তর্বর্তীকালীন সভাপতি করা হবে ৮২ বছরের আন্তোনিও কার্লোস নুনে দে লিমাকে। ২০১৭ থেকে ২০১৯ সাল অবধি ব্রাজিল ফুটবল সংস্থার দায়িত্বে ছিলেন লিমা। কাবোক্লোর পূর্বসূরী মার্কো পোলো দেল নেরো দুর্নীতির দায়ে ফিফা-র দ্বারা নির্বাসিত হয়েছিলেন। এরপর ২০১৯ সালে ৪৮ বছরের কাবোক্লো চার বছরের জন্য দায়িত্ব পান। তাঁর সহযোগিতাতেই ব্রাজিল কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পায়।

#SeleçãoBrasileira finalizou preparação para jogo contra o Paraguai, pelas Eliminatórias da Copa do Mundo. Amanhã a bola rola e vamos em busca de mais uma vitória! 💪⚽

🇧🇷 x 🇵🇾 | 08/06 - 21h30

Fotos: @lucasfigfoto / CBF pic.twitter.com/dgxRyBZg5Q

— CBF Futebol (@CBF_Futebol) June 7, 2021

ব্রাজিলে ৪ লক্ষ ৭০ হাজার মানুষ করোনায় মারা গিয়েছেন। জুনে আরেকটি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ব্রাজিলে কোপা আয়োজনের তীব্র বিরোধিতাও শুরু হয়েছে। ইকুয়েডরকে হারানোর পরই ব্রাজিলের কোচ তিতে জানিয়েছিলেন, ফুটবলাররা কোপা খেলতে চাইছেন না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বকেই প্রাধান্য দিচ্ছেন লিগ শীর্ষে থাকা ফুটবলাররা। ব্রাজিলের অধিনায়ক কাসেমিরো বলেন, ফোকাস যাতে নষ্ট না হয় সেজন্য প্যারাগুয়ে ম্যাচের পরই মতামত জানাব। এরই মধ্যে ব্রাজিল মিডিয়া দাবি করেছে,ফুটবল সংস্থার সঙ্গে মতানৈক্যের জেরে কোপার আগেই পদত্যাগ করতে পারেন ব্রাজিল কোচ। করোনা পরিস্থিতি আর ব্রাজিল ফুটবল সংস্থায় রাজনীতিই এর কারণ বলে মনে করা হচ্ছে।

আর্জেন্তিনা জানিয়েছে কোপায় দল পাঠানো হবে। ম্যাচের আগেই দল পৌঁছে যাবে রিওতে। তবে লিওনেল মেসি-সহ তারকারা থাকবেন কিনা তা স্পষ্ট নয়। কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে ভারতীয় সময় ১৪ জুন সোমবার রাত আড়াইটেয় ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলার কথা ব্রাজিলের। তার পরদিনই রয়েছে চিলি-আর্জেন্তিনা ম্যাচ।

More NEYMAR News  

Read more about:
English summary
Brazilian Soccer Confederation President Rogerio Caboclo Was Suspended For 30 Days Ahead Of Copa America. Brazilian Coach Tite Could Resign Before The Tournament.