কলকাতা: হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আমাদের সকলের পরিচিত জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী (Ushasi Chakraborty)। গায়ে রয়েছে জ্বর এবং সঙ্গে মাথা ব্যথা। জানা গিয়েছে, সোমবারই কোভিডের টিকা (Covid Vaccine) নিয়েছেন তিনি। আর তারপরেই ঘটেছে বিপত্তি। টিকা গ্রহণের পরেই অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার টিকা গ্রহণের ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

ধারাবাহিকের (Serial) শুটিং শীগ্রই শুরু করে দিতে চান নির্মাতারা। তাই জোড় কদমেই চলছে কলা কুশলীদের টিকাকরনের প্রক্রিয়া। তারই মাঝে টিকা নিয়ে অসুস্থ হয়ে পরলেন জুন আন্টি। রাজ্যে প্রায় লকডাউনের কারণে শুটিং বন্ধ। তাই বাড়ি থেকে চলছে শুটিং। কিন্তু অসুস্থতার কারণে এদিন বাড়ি থেকে ‘শ্রীময়ী’ (Sreemoyee) ধারাবাহিকের জন্যে শুটিং করেও পাঠাতে পারেননি তিনি।

তার শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং করার ক্ষমতা তার নেই। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উষসী নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি বলেন, গায়ে ভীষণ ব্যথা, ১০১ জ্বর এসেছিল। উঠে বসার ক্ষমতা নেই তার। তবে ওষুধ খেয়েছেন। আশা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। টিকা নিয়ে অসুস্থ হয়েছেন বলে একফোটাও আফসোস নেই তার। বরং তিনি বেজাই খুশি টিকা গ্রহণ করে। বাকিদেরও টিকা গ্রহণের জন্যে অনুরোধ করেছেন।

‘স্টার জলসা’র (Star Jalsa) ধারাবাহিক ‘শ্রীময়ী’তে প্রায় দুমাস দেখা যায়নি জুন আন্টিকে। আর এদিকে বিগত কিছু সপ্তাহ ধরে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের টিআরপি (TRP) রেটিং অনেকটা পরে গিয়েছে। নেটিজেনদের ধারনা ধারাবাহিকের প্রান ভোমরা জুন আন্টি ছিলনা বলেই দর্শক সংখ্যা কমে গিয়েছিল। তবে একথা একেবারেই মানতে নারাজ উষসী। তিনি মনে করেন, এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র ভীষণ স্ট্রং।

প্রত্যেকের চরিত্রের গুরুত্ব আছে। আর সকলেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই জুন আন্টি ছাড়া ধারাবাহিকের টিআরপি পরে গিয়েছে – একথায় সায় দেননি খোদ জুন আন্টি। দুমাস পরে সিরিয়ালে কামব্যাক করে ভীষণই খুশি ছিলেন উষসী। টুইটারে তার কামব্যাকের প্রোমো ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘দামে কম মানে ভালো এখন অতীত, পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী… ফ্রেন্ডস মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে’। তিনি দ্রুত সুস্থ হয়ে স্বঅবতারে অভিনয় করুক, সেটাই কামনা করছে তার অনুগামীরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.