বাঁকুড়া: তেলের (oil) দাম (price) তরতরিয়ে বাড়ছে। প্রায় ১০০ টাকা দাম বেড়েছে সর্ষের তেলের (mustard oil) । সাদা তেলের দামও অনেক বেড়ে গিয়েছে। তেলের দামের চোটে মানুষের পকেট থেকে কখন যদি হরকে টাকা বেরিয়ে যাচ্ছে বোঝা দায়। তেলশস্যতে (oil grain) পিছলে যদি প্রাণ কেড়ে নেয় মানুষের? পুলিশ এসে রাস্তায় রাখা তেলশস্য সরিয়ে দিল।
পথ দূর্ঘটনা এড়াতে রাস্তার উপর রাখা তিল জাতীয় তেলশস্য সরিয়ে দিল পুলিশ। বাঁকুড়ার তালডাংরা-পাঁচমুড়া রাজ্য সড়কের ঘটনা। প্রসঙ্গত, বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বারবার বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর কোনো রকম খাদ্যশস্য না শুকোতে দেওয়া যাবেনা। এরপরেও সেই নিষেধাজ্ঞা অমান্য এক শ্রেণীর মানুষ তাদের উৎপাদিত তিল জাতিয় তৈলশস্য রাস্তার উপর শুকোচ্ছিলেন। ফলে একদিকে ঐ রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে, অন্যদিকে ঐ তিল শস্যের উপর গাড়ি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথ-দুর্ঘটনা বেড়েই চলছে জেলাজুড়ে। এইতাবস্থায় পথদুর্ঘটনা এড়াতে তালডাংরা থানার উদ্যোগে তালডাংরা-পাঁচমুড়া রাজ্য সড়কের উপর বিছিয়ে রাখা তিল,খসলা ও খড় সরিয়ে রাস্তা বিপদমুক্ত করা হলো। পুলিশের এই ভূমিকায় খুশী এলাকার মানুষ।
অন্যদিকে রাজ্য সড়কের উপর তিল মেলে রাখা চায়না পাত্র নামে এক চাষী পরিবারের সদস্যা বলেন, বাড়িতে জায়গা না থাকার জন্য আমরা রাস্তায় তিল মেলেছি, আজ পুলিশ এসে আমাদের রাস্তায় তিল দিতে মানা করার সাথে সাথেসাথেই আমরা তিল তুলে নিয়েছি।আগামী দিনে তারা রাস্তায় থেকে তিল বা অন্যান্য খাদ্যশস্য রাখবেন না বলে জানান।
তবে পুলিশের পক্ষ থেকে রাস্তার উপর রাখা তিল বা অন্যান্য খাদ্যশস্য তুলে নিতে বাধ্য করায় চাষিদের খুশি দুলাল দত্ত নামে এক পথচারী। তিনি বলেন, রাস্তার উপর এই ধরনের খাদ্যশস্য রাখার ফলে পথদূর্ঘটার কবলে পড়তে হয় অনেক সময় যাত্রীদের। তবে পথ দূর্ঘটনা এড়াতে পুলিশের এই পদক্ষেপ কে তিনি সাধুবাদ জানিয়েছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.