বিধায়ক ও সাংসদরাও তৃণমূলে পা বাড়িয়ে রয়েছেন!
এদিনের বৈঠকে আসেননি মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসরা তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আবার গুঞ্জন উঠেছে বিজেপির নবনির্বাচিত বিধায়ক ও সাংসদরাও তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে রয়েছেন।
তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ
সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, বিজেপির অনেক বিধায়ক-নেতা তৃণমূলে যোগদান করেছেন। এ প্রসঙ্গেই তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলকে।
‘আগে নিজের ঘর সামলাম...আমি চ্যালেঞ্জ করছি'
দিলীপ ঘোষ বলেন, ভোটে জেতার পর অনেক বড় বড় কথা বলছে তৃণমূল। আগেও তৃণমূল এমন অনেক কথা বলেছিল। বাস্তবে কী হয়েছে, সবাই দেখেছেন। অনেক বিধায়ক-সাংসদরা ওই দল ছেড়ে এসছেন। আগে নিজের ঘর সামলাম...আমি চ্যালেঞ্জ করছি। আমাদের বিধায়কদের নিয়ে যান, আমরাও দেখে নেব।
দিলীপের হুঁশিয়ারির পর রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো
যদিও দিলীপের এই হুঁশিয়ারির পর রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় নাম না করেই তিনি বিজেপির কঠোর সমালোচনা করেন। মমতার সরকারের সমালোচনা করাও বন্ধ করার আর্জি জানান তিনি। লেখেন- সমালোচনা তো অনেক হল। এদিন ৩৫৬ ধারা নিয়েও দলের সমালোচনা করেন রাজীব।