কোভিডে অনাথ শিশুদের দত্তক নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত, সতর্ক করে কড়া নির্দেশ

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে এবার অনেক শিশুই মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। কিন্তু তাঁদের যেভাবে দত্তক নেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে তা একেবারেই বেআইনি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে কোভিডে অনাথ শিশুদের দত্তক প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

কোভিডে অনাথ অসংখ্য শিশু

করোনার সেকেন্ড ওয়েভ ভয়াবহ হয়েছিল গোটা দেশে। মৃত্যু মিছিল শুরু হয়েছিল। তাতে অসংখ্য শিশু অনাথ হয়ে গিেয়ছে। তাঁদের বাবা -মা মারা গিয়েছেন। কোভিডে অনাথ শিশুদের অনেকেই দত্তক নেওয়ার অনুরোধ জানাচ্ছেন। প্রকাশ্যে তাঁদের ছবি ছাপিয়ে দত্তক নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজ করছে।

আদালতে মামলা

কোভিডে অনাথ শিশুদের দত্তক নেওয়া নিয়ে আদালতে মামলা হয়। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারে এই বেআইনি দত্তক প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন তাঁরা। বেআইনি ভাবে এই প্রক্রিয়া চলছে তাকোনও ভাবেই আইনত নয়। এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেভাবেই হোক স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এই পদক্ষের থেকে বন্ধ করতে হবে।

থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণের আশঙ্কা

থার্ড ওয়েভ ধেয়ে আসছে দেশে। এই ওয়েভে সবার আগে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি এমনই জানিয়েছে ন গবেষকরা। কিন্তু সেকেন্ড ওয়েভে যে শিশুরা বাবা-মাকে হারিয়ে নাথ হয়েছেন তাঁদের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রয় দিয়েছে কিন্তু কোনও রকমআইন না মেনেই তাঁদের দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা গুলি। এই নিয়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। অনেকেই এর আড়ালে বেআইনি কাজকর্ম করছে বলে অভিযোগ করেছেন তিনি।

টিকাকরণে জোর

করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার আগে শুরু হয়ে গিয়েছে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। দিল্লির এইমস হাসপাতালে চলছে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। ইতিমধ্যেই দেশে আসতে শুরু করেছে বিদেশের একাধিক করোনা িটকা।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Supreme Court instruct stop illegal adoption of COVID orphans