কলকাতা২৪x৭ঃ আইপিএলের(IPL) ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে সফল দল হল চেন্নাই সুপার কিংস(CSK)। ২০১০, ২০১১ এবং ২০১৮ এই তিন সংস্করণের বিজয়ী দল হল চেন্নাই। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের অসংখ্য অনুরাগী রয়েছেন। ইন্সটাগ্রামে অনুরাগীর সংখ্যাটা ৭.৬ মিলিয়ন এবং টুইটারে ৭ মিলিয়ন। এর থেকেই আন্দাজ করে নেওয়া যায় ধোনির দলের ‘ফ্যান-বেস’ ঠিক কতটা মজবুত। চেন্নাই দলও তাঁদের অনুরাগীদের নিরাশ করেন না। নিয়মিতভাবে পোস্ট করে দল এবং দলের প্লেয়ার সংক্রান্ত সব সংবাদ অনুরাগীদের কাছে পৌঁছে দেন। গতকালও চেন্নাই দলের তরফ থেকে তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে একটি সুন্দর পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni), স্যাম কারেন-সহ(Sam Curran) কয়েকজন সিএসকে ক্রিকেটারের কৈশোরের ছবি দেখা যাচ্ছে। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
চেন্নাই দলের তরফ থেকে শেয়ার করা পোস্টটিতে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni), স্যাম কারেন(Sam Curran), এন জগদীশন(N Jagadeesan) এবং হরি শঙ্কর রেড্ডি(Hari Shankar Reddy) এই চার প্লেয়ারের কৈশোরের ছবি রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা কি কোনোভাবে কিশোরদের ফ্যাশন আইকন কথাটি শুনলাম’? শেয়ার করা পোস্টটিতে চার ক্রিকেটারকেই যথেষ্ট স্টাইলিশ দেখাচ্ছে। ক্যাপ্টেন কুল(Captain Cool) এবং স্যামকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যাচ্ছে। কিন্তু নজর কাড়ছে তাঁদের পোশাক। অপরদিকে জগদীশনকে দেখা যাচ্ছে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাঁর সামনে একটি বল রয়েছে। হরি শঙ্কর রেড্ডিকে আবার আপনমনে গিটার বাজাতে দেখা যাচ্ছে।
তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই দলের সদস্য ধোনি, কারেনকে শেষবারের মতো খেলতে দেখা গিয়েছিল স্থগিত হয়ে যাওয়া চতুর্দশ সংস্করণের আইপিএলে(IPL)। গত বছর মরুশহরে অত্যন্ত খারাপ পারফর্ম করার পর এই বছর আবার স্বমহিমায় ফিরে এসেছিল মাহির দল। টুর্নামেন্টের প্রথম লেগের সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। এবার দেখার সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ ফের যখন মরুশহরে আইপিএলের(IPL) বাকি যখন খেলতে যাওয়া হবে তখনও তাঁরা জয়ের ছন্দ বজায় রাখতে পারে কিনা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.