বিজেপিতে 'সংঘাত' দুই প্রাক্তন তৃণমূলীর! ৩৫৬ ধারা নিয়ে রাজীবকে ‘জবাব’ শুভেন্দুর

বিজেপির পর্যালোচনা বৈঠকে যোগ দেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক শেষ হতে না হতেই বিস্ফোরক পোশট্ করে বিজেপিতে বেসুরো হয়ে উঠলেন। সেইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দিলেন সংঘাতপূর্ণ বার্তা। রাজীব ৩৫৬ ধারা নিয়ে ঘুরিয়ে নিশানা করতেই পাল্টা এল শুভেন্দুর তরফে।

দুই প্রাক্তন তৃণমূলীর সংঘাত আলোচ্যের বিষয় বিজেপিতে

বিজেপিতে এখন দুই প্রাক্তন তৃণমূলীর সংঘাত আলোচ্যের বিষয় হয়ে উঠল। দিলীপ গোষ যখন বাংলায় পর্যালোচনা বৈঠক ডেকছেন তখন অমিত শাহের ডাকে দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান, বাংলায় ভোট পরবর্তী হিংসা যেখানে পৌঁছেছে, তা ৩৫৬ ধারা প্রয়োগের পক্ষে যথেষ্ট।

কার্যত শুভেন্দুর সমালোচনাই করেন রাজীব

আর বাংলায় বিস্ফোরক রাজীব সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়ে জানিয়ে দিলেন, কথায় কথা দিল্লি আর ৩৫৬ ধারা প্রয়োগের জুজু দেখালে বাংলার মানুষ তা ভালোভাবে নেবে না। রাজীব এই ৩৫৬ ধারা নিয়ে মত পোষণ করে কার্যত শুভেন্দু অধিকারীর সমালোচনাই করেন। তিনি জানিয়ে দেন ৩৫৬ ধারা নিয়ে তাঁর মত ভিন্ন।

রাজীবের কী করণীয়, পাল্টা জানিয়ে দিলেন শুভেন্দু

আর রাজীব বন্দ্যোপাধ্যায় টুইটে এই মত ব্যক্ত করার পরই শুভেন্দু পাল্টা জানিয়ে দিলেন রাজীবের কী করণীয়। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যাঁরা ভোট দিয়ে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো এখন উঠিত। ৩৫৬ ধারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মত পোষণের পর এভাবেই রাজীবকে নিশানা করলেন শুভেন্দু।

শুভেন্দু-রাজীবের জোটবদ্ধতায় ফল প্রকাশের পর ভাঙন!

শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর রাজীবের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ নিয়েও নানা কথা রটনা হয়। তারপর রাজীবকে গুরুত্ব দিয়েই বিজেপিতে যোগদান করান অমিত শাহ। একুশের ভোটে শুভেন্দু-রাজীব একজোট হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভোটের ফল প্রকাশের পর সেই জোট ভেঙে গিয়েছে।

দুই প্রাক্তন তৃণমূল নেতার মধ্যে সংঘাতের আবহ

রাজীব বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে অন্তরালে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি তৃণমূল ফেরার পথ তৈরিতে ব্যস্ত বলে নানা মহলে জল্পনা চলছে। আর শুভেন্দু অধিকারী কোনওরকমে গড় রক্ষা করে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। হয়েছেন বাংলার বিরোধী দলনেতা। এখন দুই প্রাক্তন তৃণমূল নেতার মধ্যে সংঘাতের আবহ শুরু হল বিজেপিতে।

More RAJIB BANERJEE News  

Read more about:
English summary
Suvendu Adhikari counters Rajib Banerjee after his opinion about 356 article in West Bengal.