কী বলছেন বিশেষজ্ঞরা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মহম্মদ শামিই যে ভারতের কালো ঘোড়া হতে চলেছেন, তা একবাক্য মেনে নিয়েছেন ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, অজিত আগরকারের মতো প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, বাংলার ফাস্ট বোলারের প্রধান অস্ত্রই হল সিম এবং সুইং। ফলে ইংল্যান্ডের মাঠে ডিউক বলে শামির বল বেশি নাড়াচাড়া করবে বলে মনে করেন প্রাক্তনীরা। তাছাড়া পুরনো বলে ডান হাতি ফাস্ট বোলারের রিভার্স সুইং ইংল্যান্ডের মাঠে বিষাক্ত হতে পারে বলেও মনে করেন ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, অজিত আগরকাররা।
শামি বনাম বোল্ট
ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের চ্যালেঞ্জ সামলানো ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে কঠিন হবে বলে মনে করেন ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, অজিত আগরকারের মতো প্রাক্তন ক্রিকেটাররা। প্রতি আক্রমণে মহম্মদ শামিই ভারতের প্রধান অস্ত্র হতে পারেন বলে বক্তব্য। প্রাক্তনীদের কথায়, জসপ্রীত বুমরাহের উত্থান হঠাৎ হলেও বাংলার ফাস্ট বোলার ভারতের হয়ে ধারাবাহিক ভাবে নিজের সেরাটা দিয়ে চলেছেন। দেশ এবং বিদেশে শামির কার্যত সমান সফলতার কথাও উল্লেখ করেছেন ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, অজিত আগরকাররা।
মহম্মদ শামির টেস্ট কেরিয়ার
ভারতের হয়ে ৫০টি টেস্ট খেলা মহম্মদ শামি এখনও পর্যন্ত মোট ১৮০টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন ৩০ বছরের ডান হাতি ফাস্ট বোলার। ভারতের হয়ে এখনও পর্যন্ত দেশের মাটিতে ১৬টি টেস্ট খেলেছেন শামি। ৬২টি উইকেট হাসিল করেছেন। বিদেশে ৩৪টি টেস্ট ম্যাচ খেলে ১১৮টি উইকেট নিয়েছেন বাংলার ফাস্ট বোলার। দেশের মাটিতে শামির বোলিং গড় ২১.০৮ হওয়ার পাশাপাশি ইকোনমি রেট ২.৯৭। বিদেশে টেস্টে ৩১-এর গড়ে বোলিং করা ভারতীয় ফাস্ট বোলারের ইকনমি রেট ৩.৪৪। দেশ ও বিদেশের মাটিতে টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট যথাক্রমে ২ ও ৩ বার নিয়েছেন মহম্মদ শামি।
ইংল্যান্ডে আঁটোসাঁটো জৈব সুরক্ষা বলয় থেকে খানিক রেহাইয়ের গন্ধ ভারতীয় শিবিরে
ইংল্যান্ডে শামির বোলিং
ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। ৩১টি উইকেট হাসিল করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে এখনও পর্যন্ত আটটি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। ২১টি উইকেট হাসিল করেছেন। ৫৭ রান দিয়ে নেওয়া ৪ উইকেট ইংল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে শামির সেরা বোলিং পারফরম্যান্স।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামির বোলিং
ভারতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। ২৩টি উইকেট নিয়েছেন। কিউয়িদের বিরুদ্ধে তাদেরই চেনা পরিবেশে চারটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দেশ এবং বিদেশ মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামির বোলিং গড় ৩৩.৭৮।