ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই, করোনার পাশাপাশি চিন্তা বাড়চ্ছে ডায়াবেটিসও

করোনার কালো ছায়া কমলেও গোটা দেশজুড়ে ক্রমেই চওড়া হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা। কমবেশি প্রতিটা রাজ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ২৮ হাজার ২৫২ জন কালো ছত্রাকে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে।

এদিকে ইতিমধ্যেই মহামারি আইনে বিশেষ রোগ হিসাবে ব্ল্যাক ফাঙ্গাসকে চিহ্নিত করেছে কেন্দ্র সরকার। সহজ কথায় কোনও ব্যক্তি এই রোগে আক্রান্ত হলে সরকারকে জানাতে তিনি বা হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই বাধ্য থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া নির্দেশ মেনে করতে হবে ব্ল্যাঙ্ক ফাঙ্গাসের চিকিৎসা। গত ২০ এক নির্দেশিকা জারি করে জানায় কেন্দ্র।

এদিকে সম্প্রতি করোনা নিয়ে মন্ত্রীদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একাধিক নতুন তথ্য দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। সেখানেই তিনি জানান বর্তমানে দেশে কালো ছত্রাকের মোট কেসের মধ্যে ৮৬ শতাংশই করোনার সাথে জড়িত। সহজ কথায় ২৮ হাজারের বেশি লোকের মধ্যে ২৪ হাজার ৩৭০ জনের করোনা হয়েছিল।

গত ২ মাসে দেশে প্রথমবার দৈনিক আক্রান্ত নামল ১ লাখের নিচে, স্বস্তির বার্তা করোনা গ্রাফেগত ২ মাসে দেশে প্রথমবার দৈনিক আক্রান্ত নামল ১ লাখের নিচে, স্বস্তির বার্তা করোনা গ্রাফে

অন্যদিকে এই রোগী আক্রান্ত রোগীদের ৬২.৩ শতাংশ সহজ কথায় ১৭ হাজার ৬০১ জনের ডায়াবেটিস রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত সর্বাধিক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯। গুজরাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৬। এমনটাই বলছে কেন্দ্র।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
The number of black fungus cases across the country is around 30,000