নয়াদিল্লি: আধারকার্ড ভারতীয় নাগরিকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নথি। সরকারি স্কিমের কোনো সুবিধাই এখন আধারকার্ড ছাড়া পাওয়া যায় না। সেই আধারকার্ডে ভুল হলে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। তাই আধার সংক্রান্ত ৩৫ টি পরিষেবা দিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority Of India) লঞ্চ করেছে mAadhaar App। চলুন জেনে নেওয়া যাক কী কী সুবিধা পাবেন

বিমানবন্দর থেকে রেলস্টেশন সব জায়গায় বাধ্যতামূলক আধারকার্ড। mAadhaar App-এর মাধ্যমে আধার কার্ড হোল্ডার তার আধারকার্ডটি যেখানে খুশি সেখানে এক্সেস করতে পারবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনেই উপলব্ধ। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আধার কার্ড ডাউনলোড থেকে স্টেটাস চেক, রিপ্রিন্ট, আধার কেন্দ্রের অবস্থান এবং অন্যান্য অনেক পরিষেবা যা আপনি আপনার মোবাইলের মাধ্যমে সহজেই নিতে পারবেন। তারজন্যে মোবাইলে mAadhaar App ডাউনলোড করতে হবে। এর পরেই এই পরিষেবাগুলির সুবিধা নেওয়া যাবে। সম্প্রতি UIDAI ট্যুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আরও জানিয়েছে এটি একটি পেপারলেস পরিষেবা। এই অ্যাপের মাধ্যমে যখন ইচ্ছা তখন আধারকার্ড লক, আনলক করা যাবে।

mAadhaar App-এ আধার পরিষেবা এবং আধার কার্ড হোল্ডারের নিজস্ব দুটি বিভাগ রয়েছে। আধার কার্ড ধারক খুব সহজেই সেখানে নিজের ব্যক্তিগত তথ্য সফ্ট কপি হিসাবে রাখতে পারবে। ইউআইডিএআই এই মোবাইল অ্যাপের মাধ্যমে আরও বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চায়।

To experience the new and updated features and services in the #mAadhaar app, uninstall any previously installed versions. Download the latest version from: https://t.co/62MEOeR7Ff (Android) https://t.co/GkwPFzuxPQ (iOS) pic.twitter.com/U3vOVovDUR

— Aadhaar (@UIDAI) June 8, 2021

যেভাবে mAadhaar App ডাউনলোড করবেন

১. অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রথমে https://tinyurl.com/yx32kkeq এই লিঙ্কে ক্লিক করুন। কিংবা ডাইরেক্ট লিঙ্ক https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.mAadhaarPlus&hl=en_IN ক্লিক করুন।

২. তারপর একটি পেজ খুলে যাবে। সেখানে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ডিটেইলস পূরণ করে অ্যাপটি ব্যবহার করতে হবে।

তবে আধার কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে ভুল করে কোনও ভুয়ো আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। তাই UIDAI দ্বারা প্রদত্ত এই লিঙ্কগুলির মাধ্যমে, সরকারী আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে। ইউআইডিএআই নিজেই জানিয়েছে যে, মোবাইল থেকে পুরানো এমএআধার অ্যাপ্লিকেশনটি সরিয়ে নতুন সংস্করণটি ডাউনলোড করতে।এটির মাধ্যমে আধার কার্ড হোল্ডাররা আরও উন্নত পরিষেবা পাবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.